রুবেল মিয়া নাহিদ, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ভোর হলেই জমে ওঠে চুক্তিতে মানুষ বিক্রির হাট

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মোড়ে দাঁড়িয়ে কয়েকজন শ্রমিক। ছবি : কালবেলা
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মোড়ে দাঁড়িয়ে কয়েকজন শ্রমিক। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মোড়ে তখনও কাক ডাকা ভোর। চারদিকে ঘন কুয়াশা। হু হু বাতাস, মাঘের হাড়কাঁপানো শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। চোখ পড়ল বেশকিছু মানুষের জটলার দিকে। কৌতূহলবশত মানুষের জটলার দিকে গিয়ে জানা যায়, এটি আসলে মানুষ কেনাবেঁচার হাট। মাত্র ৪০০ থেকে ৬০০ টাকায় সারা দিনের চুক্তিতে বিক্রি হয় মানুষ। অবাস্তব মনে হলেও প্রতিদিন ভোরে মানুষ বেচার এমন হাটের দেখা মিলবে পিরোজপুরের পৌর শহরে। প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে এ শ্রম বেচাকেনার হাট।

সড়কের পাশ ঘেঁষে অনেকটা ঘুম-ঘুম চোখেই দাঁড়িয়ে ছিলেন পান্না মিয়া। ঘুম ভালো করে না ছাড়লেও কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল তার চোখ। পান্না মিয়াসহ আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকার ও অন্য জেলা থেকে শ্রমিকরা ভিড় করেন এসব হাটে। বেশির ভাগই কৃষিকাজ, নির্মাণ ও গৃহস্থালির কাজ করেন। কেউ কেউ আসেন দু-এক মাসের জন্য। থাকার সুবিধা কিংবা ভালো কাজ পেয়ে গেলে অনেকে থেকে যান বছরের পর বছর।

গুলিশাখালী ইউনিয়ন থেকে আসা শ্রমিক শাহাজান আলী বলেন, পরিবারের সদস্য পাঁচজন। এলাকায় কাজ কম। যে কাজ আছে তা দিয়ে সংসার চলে না। তাই এখানে এসেছেন। প্রতিদিন কাজ পান না। সপ্তাহে দু-এক দিন শূন্য হাতে ফিরতে হয়।

হাটে মিঠাখালীর শ্রমিক মোস্তফা সঙ্গে কথা হলে তিনিও জানান, ধান রোপণ ও ধান কাটার সময় মঠবাড়িয়া উপজেলাতে প্রতিদিন এক হাজারের মতো শ্রমিক বিক্রি হয়। অন্য সময় দিনে বিক্রি হয় দুই-তিনশ শ্রমিকের শ্রম। দিনে ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয় নির্মাণশ্রমিক ও কৃষিশ্রমিকের শ্রম। আর দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা চুক্তিতে বিক্রি হন গৃহস্থালির শ্রমিকরা।

পৌর শহরের আব্দুর রহমান জানান, বাড়িতে নির্মাণ কাজের জন্য শ্রমিক দরকার। তাই ভোরেই চলে এলাম মানুষ কেনাবেচার হাটে। স্থানীয় শ্রমিকদের থেকে অপেক্ষাকৃত কম মজুরিতে এখানে শ্রমিক পাওয়া যায়, তারা কাজেও বেশ আন্তরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১০

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১১

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১২

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

১৩

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

১৪

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

১৫

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১৬

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

১৭

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৮

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

১৯

রক্ত পরীক্ষা ছাড়াই যেভাবে বুঝবেন লিভার ঠিক আছে কি না

২০
X