কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানায় এক ফুট জমির দ্বন্দ্বে লিলু মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গজারিয়া নামাপাড়া মুন্সি বাড়ির স্বপন মিয়ার সঙ্গে তার আপন ছোট ভাই লিলু মিয়ার বাড়ি সীমানায় এক ফুট জমি নিয়ে পূর্বে থেকেই দ্বন্দ্ব ছিল। বৃহস্পতিবার সকালে স্বপন মিয়া নতুন ঘর নির্মাণের কাজ করার সময় স্থানীয় কিছু ব্যক্তির উপস্থিতিতে লিলু মিয়াকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। এ সময় লিলু মিয়ার কাছ থেকে এক ফুট জমি জোর করে নিতে চাইলে স্বপন মিয়ার লোকজনের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় ইদ্রিস মিয়া নামের এক স্থানীয় ও স্বপন মিয়ার লোকজন লিলু মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন।
স্বজনরা আহত অবস্থায় লিলু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ৩টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন