কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৫

রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

আধিপত্য বিস্তার কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ক্যাম্প-৮ ওয়েস্ট এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর বি-১৭ ব্লকের আবুল বাশারের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের আবদুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ ও একজনের পরিচয় পাওয়া যায়নি।

৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। নিহতরা আরসার সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ৮ এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে এপিবিএন অধিনায়ক জানান, অভিযানের পর বিস্তারিত জানানো হবে।

স্থানীয় রোহিঙ্গারা বলছেন, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছু দিন ধরে ওই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই সূত্র ধরে ভোরে দুগ্রুপের মধ্যে গোলাগুলি চলে। এতে পাঁচজন নিহত হন। এ ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। রোহিঙ্গাদের বক্তব্যে আরসা ও আরএসও নামে দুটি বিবদমান গ্রুপের নাম উঠে এসেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহগুলো উখিয়া থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জানতে চাইলে ৮ -এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনাখুনি বাড়ছে। এরইমধ্যে ভোরে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে নিহতরা সবাই আরসার সদস্য।

তিনি আরও বলেন, কে আরসা, কে আরএসও– সেটি বিষয় নয়। ক্যাম্পে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যারাই অপরাধে জড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। এই হত্যাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী, গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে এই নিয়ে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে আসন থেকে লড়বেন সালাহউদ্দিন আহমদ

যে আসন থেকে বিএনপির প্রার্থী হলেন ফজলুর রহমান

২ শতাধিক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা, দেখে নিন পুরো তালিকা

ঢাকার আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

প্রার্থী তালিকায় লুৎফুজ্জামান বাবর

জকসু নির্বাচন ঘিরে ছাত্রদলের ১২ দাবি

যৌথ সংবাদ সম্মেলন / ইসকনসহ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান

যে আসন থেকে লড়বেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায় : ড্যানী

২ শতাধিক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা, কোন আসনে কে?

১০

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের টেকসই বিকল্প বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দেশের অর্ধেক মেয়েরই পছন্দ জায়েদ খান : নুসরাত ফারিয়া

১২

শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

শীত এলেও ঠোঁট ফাটবে না, আজ থেকেই শুরু করুন এই ৪ কাজ

১৪

৩ আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা

১৫

ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ

১৬

তারেক রহমানের নির্বাচনী আসন ঘোষণা করল বিএনপি

১৭

২৩২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা

১৮

পদ্মাপাড় থেকে নিখোঁজ দেড় বছরের শিশু, সন্ধান মেলেনি ৩ দিনেও

১৯

বিদ্যালয়ে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক

২০
X