কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অপহরণের ২৮ দিন পর পাওয়া গেল মাদ্রাসা ছাত্রের খোঁজ

গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া দুজন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্র মো. নিদানুর ইসলাম লাবিবকে (১৩) অপহরণের ২৮ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। সে সঙ্গে অপহরণ চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন বান্দরবান জেলার আলীকদম থানার নয়াপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ (২৬)। তিনি অপহরণ চক্রের মূলহোতা বলে দাবি করেছে র‌্যাব। অন্যজন কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেওয়া গ্রামের মো. রাসেল (২৫)।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

আশরাফুল কবির বলেন, নিদারুল ইসলাম লাবিব ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ডাংরা গ্রামের প্রবাসী নজরুল ইসলাম লিটনের ছেলে। পড়াশোনার জন্য লাবিব ও তারা পরিবারের অন্য সদস্যরা কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় বসবাস করে। সে নগুয়া এলাকার হেফজুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

অপহরণের দিন গত বছরের ২২ ডিসেম্বর বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। রাতে মাদ্রাসায় না যাওয়ায় মাদ্রাসার শিক্ষক লাবিবের মা লুৎফা বেগমকে বিষয়টি জানান। পরে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসা ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে অপহরণের মামলা দায়ের করেন মা। বিষয়টি র‌্যাবকে জানালে তারা গোয়েন্দা নজরদারি শুরু করে।

তিনি আরও জানান, অপহরণের পর লাবিবের মায়ের কাছে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে আট লাখ টাকা দাবি করেন। তারা লাবিবকে নিয়ে চট্টগ্রাম, ঢাকা, ভৈরব ও সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘন ঘন স্থান পরিবর্তন করেন। আর এ কারণে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করা যাচ্ছিল না। অপরদিকে ভুক্তভোগীর পরিবারের কাছে মুক্তিপণের টাকা না দিলে হত্যা করা হবে বলে ভয় দেখাতে থাকেন তারা। এ সময় নিরুপায় হয়ে লাবিবের পরিবার মুক্তিপণ হিসেবে গত ২০ জানুয়ারি মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে অপহরণকারীদের কাছে ২৮ হাজার টাকা পাঠায়। এরই সূত্রধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে শনিবার (২০ জানুয়ারি) রাতে সিলেট জেলার দক্ষিণসুরমা থানার ভার্সখোলা এলাকা থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদ্রাসাছাত্র লাবিবকে উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযুক্তদের কাছ থেকে লাবিবের মুক্তিপণের ২৪ হাজার ৫০০ টাকা, দুটি মোবাইল ফোনসহ পাঁচটি সিম উদ্ধার করা হয়। তাদের কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়া গবেষক পলাশ

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১২

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৪

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

১৫

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

১৬

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১৭

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১৮

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

২০
X