শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দিনেও উদ্ধার হয়নি ডুবে যাওয়া ফেরি

পাটুরিয়া ঘাটের অদূরে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার উদ্ধার কাজ চলমান। ছবি : কালবেলা
পাটুরিয়া ঘাটের অদূরে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার উদ্ধার কাজ চলমান। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ৫ নম্বর পাটুরিয়া ঘাটের অদূরে ইউটিলিটি ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ৫ দিন পরেও উদ্ধার করা সম্ভব হয়নি।

গত বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পঞ্চম দিনে একটি ভুট্টাবাহী ট্রাক উদ্ধার করা হয়। তবে, এখনো নিখোঁজ ফেরির দ্বিতীয় যন্ত্রচালক হুমায়ুন কবির ও পাঁচ ট্রাক। এছাড়া ঘটনার দিন ২০ জনকে জীবিত উদ্ধারসহ দুটি যানবাহন উদ্ধার করা হয়।

ফেরি দুর্ঘটনার দিন উদ্ধার কাজে অংশ নেয় উদ্ধারকারী জাহাজ হামজা, দ্বিতীয় দিন রুস্তুম ও তৃতীয় দিন প্রত্যয়। এ ছাড়াও ঝিনাই-১ নামে আরও একটি জাহাজ ফেরি উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

আরিচা স্থলকাম নদী-বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, দুপুর দেড়টার দিকে ডুবে যাওয়া ফেরির কাছে ৫০ ফুট পানির নিচ থেকে উদ্ধারকারী জাহাজের মাধ্যমে একটি ট্রাক টেনে তোলা হয়। এ নিয়ে ডুবে যাওয়া ৯টি যানবাহনের মধ্যে ৪টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। আজকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ছয়জন ডুবুরি, বিআইডব্লিউটিএ ও নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে।

এ ছাড়া ইতোমধ্যে, ফেরি উদ্ধারের জন্য একটি রশি বাঁধার কাজ শেষ হয়েছে। আরও একটি রশি বাঁধার জন্য সলিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এটি সম্পন্ন হলে এয়ার লিফটিং ব্যাগ ডুকিয়ে বাতাসের সাহায্যে ফেরি কিছুটা ভাসিয়ে তারপর প্রত্যয়ের সাহায্যে ফেরিটি টেনে তোলার চেষ্টা চালানো হবে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দুই দফায় প্রায় ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা, শৈতপ্রবাহ আর নদীতে স্রোত থাকায় উদ্ধার অভিযান কিছুটা দেরিতে শুরু হয়। তবে এখন ফেরি উদ্ধার অভিযান ও যানবাহন শনাক্ত করার কাজ চলমান।

এস এম আকবর আলি (যুগ্ম পরিচালক) বিআইডব্লিউটিএ বলেন, ঝিনাই-১ আসার পর ফেরি টেনে তোলার চেষ্টা চালানো হবে। তবে প্রত্যয়, হামজা, রুস্তুম আর ঝিনাই-১ দিয়েই যে ফেরি টেনে তোলা যাবে এটা শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি এগুলো দিয়ে তোলা সম্ভব না হয় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা

বিএনপি সরকার গঠন করলে ব্যবসার পরিবেশ সহজ হবে : মিন্টু

১০

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১১

‘ভাই ব্যবসা’ নয়, রাজনীতিতে যোগদানের কারণ জানালেন স্নিগ্ধ

১২

৩০০ কিলোমিটার রিকশা চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন ৭৫ বছরের বৃদ্ধ

১৩

বাংলাদেশ ইস্যুতে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি

১৪

জামায়াতের যে বক্তব্যকে অহংকারের নমুনা বললেন বিএনপি নেতা

১৫

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

১৬

ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ

১৭

আরব আমিরাতে ওয়ার্ক পারমিট বিষয়ে নতুন নির্দেশনা

১৮

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে বড় নিয়োগ

১৯

ম্যানেজার পদে চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

২০
X