আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৭:১৪ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে সেতুর সংযোগ সড়কে ভাঙন, ঝুঁকি নিয়েই যানচলাচল

আজমিরীগঞ্জে সদর ইউনিয়নে সুজনী খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। ছবি : কালবেলা
আজমিরীগঞ্জে সদর ইউনিয়নে সুজনী খালের ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সদর ইউনিয়নের কুশিয়ারার শাখা নদীর সুজনী খালের ওপর নির্মিত সেতুর উভয় পাশে সংযোগ সড়ক ভেঙে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। বিগত কয়েক দিনের টানা ভারি বর্ষণে এই ভাঙনের সৃষ্টি হয়। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা ও সড়কটি বিচ্ছিন্ন হবার আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানিয়েছে, উপজেলা সদর থেকে প্রতিদিন একমাত্র এই ব্রিজ হয়ে আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়ক এবং আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক দিয়ে যাত্রীবাহী মোটরসাইকেল, বাস, সিএনজি, ইজিবাইক, মালবাহী বিভিন্ন ধরনের ট্রাক, পিকআপসহ শত শত গাড়ি জেলা সদর হয়ে ঢাকা, চট্টগ্রাম, পার্শ্ববর্তী বানিয়াচং ও নবীগঞ্জে চলাচল করে। বিগত তিন বছরে বর্ষা মৌসুমে বেশ কয়েক বার ওই সেতুর উভয় পাশের সংযোগ সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। ঘটে দুর্ঘটনাও। কয়েক দফা মেরামত করা হলেও সম্প্রতি অতি বর্ষণে আবারও সংযোগ সড়কটিতে ভাঙনের সৃষ্টি হয়েছে।

সরজমিনে বুধবার (৫ জুলাই) সুজনী খালের ওপর নির্মিত ব্রিজে দেখা যায়, সেতুর উভয় পাশের সংযোগ সড়কে বেশ কয়েকটি বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

এ সময় স্থানীয়দের সঙ্গে আলাপকালে মুকিত মিয়া, মইন উদ্দিনসহ বেশ কয়েকজন এলাকাবাসী ও ব্যবসায়ী কালবেলাকে জানান, প্রতি বছর বর্ষার (বৃষ্টি) মৌসুমে সংযোগ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। করা হয় মেরামতও। তবে মেরামতের পরও বৃষ্টিতেই সংযোগ সড়কে ভাঙনের বিষয়টি আমাদের বোধগম্য নয়। এই সেতু দিয়ে শত শত যাত্রী ও মালামাল বহনকারী যান চলাচল করে। বর্তমানে সেতুর সংযোগ সড়কটিতে যে ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে তা অচিরেই মেরামত করা না হলে যাত্রীদের ভোগান্তি তো বাড়বেই, সঙ্গে বিপাকে পড়বেন ব্যবসায়ীরাও। এ সময় সঠিকভাবে সেতুর সংযোগ সড়কের উভয় পাশের মেরামতেরও দাবি জানান তারা।

শিবপাশা গ্রামের শরীফ বলেন, প্রতিদিনই এই সড়ক দিয়ে আমরা সদরে যাতায়াত করি। কিন্তু এই ব্রিজ পাড় হওয়ার সময় আতঙ্কে থাকি, কখন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে।

জলসুখা ও বিরাট গ্রামের আবু বক্কর ও হক মিয়া বলেন, আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে বের হওয়া ও প্রবেশের একমাত্র সেতু এটি। সংযোগ সড়কে ভাঙনের ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকি। শঙ্কা নিয়ে সড়কটি দিয়ে আমাদের চলাচল করতে হয়।

সিএনজিচালিত অটোরিকশা চালক তকবির মিয়া বলেন, প্রতিদিন যাত্রী নিয়ে এই রাস্তা দিয়ে জেলা শহরসহ পার্শ্ববর্তী উপজেলায় আসা-যাওয়া করি। সংযোগ সড়কটি ভাঙনের ফলে শঙ্কায় থাকি। বিশেষ করে রাতের বেলায় দুর্ঘটনার শঙ্কা বেশি।

জেলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল ও উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা কল রিসিভ করেননি। পরবর্তীতে এ বিষয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান বলেন, ভাঙনের শুরুতেই আমি বিষয়টি জেলা সওজের প্রকৌশলীকে অবগত করেছি। এখানে যে কোনো সময় দুর্ঘটনাসহ সড়কটি বিচ্ছিন্ন হলে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে। বিষয়টি আমি আবারও জেলা সওজের প্রকৌশলীকে অবগত করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X