চুয়াডাঙ্গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জেলায় বৃষ্টিপাত শুরু হয়।
এদিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়। গতকাল চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজ তাপমাত্রা বেড়েছে, তবে কমেনি শীতের তীব্রতা। সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
মৃদু শৈত্যপ্রবাহের শীতল বাতাসে বাড়িয়ে দিচ্ছে শীত। জেলায় শীতের দাপটে জনজীবনের দুর্ভোগ কমেনি একটুও। দুপুর পর্যন্ত আকাশে সূর্য ছিল, তবে উত্তাপ ছিল না ।
বুধবার (২৪ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ রাখা হয়।
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আগামী দু'দিন তাপমাত্রা ৯-১০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে।
এদিকে তীব্র শীত আর ঘনকুয়াশায় মানুষ ও পশুপাখির রোগবালাই বাড়ছে। ঠান্ডাজনিত রোগীতে ঠাসা রয়েছে জেলার হাসপাতালগুলো।
তীব্র শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজিপ্রধান এ জেলার সবজি ক্ষেতগুলো। সবমিলিয়ে মাঘের শীতে নিদারুণ কষ্টে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার মানুষ, পরিবেশ ও প্রাণিকুল ।
মন্তব্য করুন