টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় সড়কে ২ ও রেলপথে দুজনসহ মোট চারজন নিহত হয়েছেন।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া এলাকায় লেগুনার ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হন। নিহত মোস্তফা মিয়া (৪০) একই উপজেলার বাসিন্দা। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
ঘাটাইল থানার ওসি মো. আবু ছালাম মিয়া জানান, বিকেলে ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা সাগরদিঘী যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি লেগুনা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বারত চিকিৎসক মোস্তফা মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লেগুনার চালক পলাতক রয়েছে।
অপরদিকে সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দার পয়লা এলাকায় ট্রেনে কাটা পড়ে আরেক ব্যক্তি নিহত হয়েছেন। সে দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর ।
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে ফখরুলের লাশ শনাক্ত করে।
মন্তব্য করুন