গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর এবার শীতের দাপট বেড়েছে চুয়াডাঙ্গায়। রাত থেকেই প্রচণ্ড শীত আর কুয়াশা ছিল। চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এ ছাড়া সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ।
এদিকে আগামীতে এ অঞ্চলের তাপমাত্রা আরও কমার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র।
অন্যদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চলছে।
মন্তব্য করুন