মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সোয়া ২ কোটি টাকার ভোগ্যপণ্যের অবৈধ মজুত জব্দ, আটক ১

ভোগ্যপণ্যের অবৈধ মজুত ও লাইসেন্স না থাকায় পণ্যগুলো জব্দ করা হয়। ছবি : কালবেলা
ভোগ্যপণ্যের অবৈধ মজুত ও লাইসেন্স না থাকায় পণ্যগুলো জব্দ করা হয়। ছবি : কালবেলা

নওগাঁয় মান্দায় দুটি গুদামে মজুতবিরোধী অভিযান চালিয়ে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভোগ্যপণ্যের অবৈধ মজুত ও লাইসেন্স না থাকায় জব্দ করা হয়েছে। এ সময় গুদামের মালিক মাসুদ রানাকে (৪০) আটক হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি পুলিশ পাহারায় মান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় মাসুদ এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালিয়ে এসব ভোগ্যপণ্য জব্দ করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর দুটি গুদামে সিলগালা করে দেওয়া হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু জানান, উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে একটি গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে বলে তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে ওই গুদামে সয়াবিন, সরিষা ও পামওয়েল তেল ৩২ হাজার ১৭৯ লিটার, চিনি ১২ হাজার ৫৭ কেজি, গম ২ লাখ ৩১ হাজার কেজি, ছোলা-বুট ৪ হাজার ৭০০ কেজি এবং লবণ ১২শ কেজি। আটা-ময়দা ৮ হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি এসব অবৈধ মজুত পাওয়া যায়।

তিনি আরও বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিয়মিত মামলা হচ্ছে। মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির মুন্সী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মান্দা থানার পরিদর্শক তদন্ত আবদুল গণি বলেন, প্রশাসনের পরিচালিত অভিযানে অবৈধভাবে খাদ্যপণ্য মজুতের দায়ে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এ ঘটনায় মামলার এজাহার দাখিল করা হয়নি। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

ভারতীয়রা কেন অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন করে?

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী : দুই দেশের সম্পর্ক কি স্বাভাবিক হবে?

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মালামাল জব্দ

১০

ডাকসু নির্বাচন / বাম ছাত্র সংগঠনগুলোর সম্মিলিত প্যানেল ঘোষণা

১১

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য রিমান্ডে

১২

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নভঙ্গের হতাশা

১৩

ভিসা নিয়ে অস্ট্রেলিয়াকেও পাল্টা জবাব দিল ইসরায়েল

১৪

ছাত্র রাজনীতি বন্ধের এক বছর, কী ভাবছেন ইডেন শিক্ষার্থীরা

১৫

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব রফিকুল ইসলাম

১৬

৪০ দিন আগেই কি মানুষ নিজের মৃত্যুর কথা বুঝতে পারে?

১৭

বনানীতে সিসা বারে রাব্বী হত্যায় ৪ আসামি রিমান্ডে

১৮

সীতাকুণ্ডে গণশুনানিতে সমস্যার কথা শুনলেন ডিসি ফরিদা খানম

১৯

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি / শেষবারের মতো আর্জেন্টিনা জার্সিতে নামছেন মেসি!

২০
X