দিনাজপুরের পার্বতীপুরে নিজের ট্রাক্টর উল্টে আল ইমরান বাদশা (৪৫) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জানুযারি) রাত ৮টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী-মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আল ইমরান বাদশা উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে।
পলাশবাড়ী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হক জানান, জমি চাষ শেষে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন ইমরান। পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় বাদশা ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, ট্রাক্টর নিয়ে চালক আল ইমরান বাদশা জমি চাষ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন