চুয়াডাঙ্গার বাসিন্দারা ৮ দশমিক ৩ তাপমাত্রার মাঘের হাড় কাঁপানো শীতে কাঁপছেন। মৃদু শৈত্যপ্রবাহে শীত পরিস্থিতি আরও যেন কনকনে। প্রাণীরাও জবুথবু। সকাল থেকে চারপাশ কুয়াশায় ঢাকা। দুপুরে সূর্যের দেখা মিললেও তেমন তাপ নেই। তবু মিষ্টি রোদের ঝলকে জেলার শীতার্ত মানুষ খুশি। আবহাওয়া অফিস জানাচ্ছে, এ সপ্তাহেই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র থেকে সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৪%।
চলতি সপ্তাহের মঙ্গলবার (৩০ জানুয়ারি) পর্যন্ত এ ধরনের তাপমাত্রা বিরাজ করবে চুয়াডাঙ্গায়। ৩১ জানুয়ারি আকাশে মেঘের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্বেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ মো. জামিনুর রহমান।
মন্তব্য করুন