যশোরের চৌগাছায় চাঁদাবাজি মামলায় শাহিন হোসেন (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিন উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ইসাহক মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়গোবিন্দপুর বাঁওড় ইজারা নেওয়ার পর থেকে মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির নেতাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও চাঁদা দাবি করে আসছিল এই শাহিন। এরপর শনিবার দুপুরের দিকে বাঁওড়ে জেলেরা মাছ ধরতে গেলে শাহিন মাছ ধরতে বাধা দেয় ও চাঁদা দাবি করে। এ সময় জেলেরা থানা পুলিশকে খবর দেয় এবং মনমথপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হামিদ আলী বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। ঘটনার কিছুক্ষণ পর থানার এস আই তানিম হাসান সঙ্গীয় ফোর্সসহ লস্করপুর মোড় থেকে অভিযুক্ত শাহিনকে গ্রেপ্তার করে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে চাঁদাবাজির দণ্ডবিধি ১৪৩, ৪৪৭, ৩৮৫ ও ৫০৪ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন