দিনাজপুরে কনকনে শীত আর হিমেল হাওয়ায় চরম বিপাকে এ অঞ্চলের মানুষজন। আজ সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এ পরিস্থিতিতে ফের মঙ্গলবার (৩০ জানুয়ারি) ও বুধবার (৩১ জানুয়ারি) দুদিন জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো. এরশাদুল হক কালবেলাকে বলেন, দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রয়েছে। এরই প্রেক্ষিতে জেলা ও উপজেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখার জন্য জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার।
মন্তব্য করুন