নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ধুলায় খাচ্ছে ২৭ কোটি টাকা!

নলডাঙ্গা উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স যেন ধুলার রাজ্য। ছবি : কালবেলা
নলডাঙ্গা উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স যেন ধুলার রাজ্য। ছবি : কালবেলা

হাসপাতালে ভেতরে শুধু ধুলা আর ধুলা। এ যেন ধুলার রাজ্য! হাসপাতাল যেন নিজেই অসুস্থ। মোট ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন ধুলায় খাচ্ছে প্রায় ২৭ কোটি টাকা।

উদ্বোধনের প্রায় তিন বছর হতে চললেও নাটোরের নলডাঙ্গা উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স জনবল না থাকায় স্বাস্থ্যসেবা শুরু হয়নি। ফলে হাতের কাছে সরকারি একটি আধুনিক হাসপাতাল থাকলেও ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় সংখ্যক জনবলের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত উপজেলার প্রায় ২ লাখ মানুষ। আর এই মানুষদের চিকিৎসাসেবা দিচ্ছে মাত্র দুজন চিকিৎসক। অর্থের অভাবে হতদরিদ্র অনেক রোগী জেলা বা বিভাগীয় শহরে চিকিৎসা করাতে পারছেন না।

এ বিষয়ে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা দাবি করেছেন, খুব শিগগিরই হাসপাতালটিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জানা যায়, নলডাঙ্গা উপজেলা ৫০ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণকাজ শেষ হওয়ার দীর্ঘদিনেও পুরোপুরি না হওয়ায় স্বাস্থ্যসেবা চালু হচ্ছিল না। এলাকাবাসীর দাবির মুখে ও গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ২০২১ সালের ২৭ জুলাই হাসপাতালটি উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর এখনও ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ হয়নি।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ দুজন মেডিকেল অফিসার দিয়ে হাসপাতালটির শুধু বহিঃবিভাগ চালু রেখেছে। এতে জনবলের অভাবে জরুরি বিভাগ ও রোগীদের ওয়ার্ড চালু করা সম্ভব হয়নি। বিনামূল্যে সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন দুপুর পর্যন্ত বহিঃবিভাগে রোগী দেখা ছাড়া অন্য সেবা প্রদান করা হয় না হাসপাতালে।

এর ফলে এই উপজেলার প্রায় ২ লাখ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটির ডাক্তার নার্স ও অন্যান্য কর্মচারীর আবাসিক সুবিধার জন্য আলাদা আলাদা আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আলেয়া বেগমসহ রোগীরা জানান, হাসপাতালটি দুই বছর আগে হয়েছে কিন্তু এখনও পুরোদমে চালু হয়নি। এখানে শুধু কিছু ওষুধ দেওয়া হয়। হাসপাতালটি চালু হলে আমাদের নাটোর-রাজশাহী যাওয়া লাগে না।

স্থানীয় গণমাধ্যমকর্মী রাসেল মিয়া, রাশেদ আলম বলেন, বর্তমানে হালপাতালের অবস্থা বড়ই নাজুক, যেন ধুলার রাজ্য পরিনত হয়েছে। হাসপাতালটি পুরো দমে দ্রুত চালুর দাবি করেন তারা।

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালটি বর্তমানে ধুলো আর সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে। হাসপাতালটি চালু পুরোপুরিভাবে চালু না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন নলডাঙ্গাবাসী। এ বিষয় নিয়ে আমি বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু এখনও তার সুরাহা করা যায়নি। হাসপাতালটি দ্রুত চালু করে,নলডাঙ্গাবাসীর সেবা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কামনা করেন তিনি।

নাটোর সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, নলডাঙ্গা উপজেলা ৫০ বেডের স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল অনুমোদন হয়নি। যার ফলে পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমরা এবং নাটোর জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য ও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন। আশা করছি খুব শিগগিরই হাসপাতালটিকে জনবল অনুমোদন দিলেই স্বাস্থ্যসেবা চালু হবে।

উল্লেখ্য, ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যায়ে ২০১৮ সালে হাসপাতালটি নির্মাণকাজ শুরু করে স্বাস্থ্য বিভাগ। কাজ শেষ হয় ২০২১ সালের র্মাচ মাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

ওসমান হাদির মরদেহ দেশে ফিরবে যখন

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া

হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গভীর শোক

হাদির মৃত্যুতে যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

ভোট নিয়ে টকশোতে পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

‘হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে’

১০

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ র‍্যালি

১১

ওসমান হাদির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১২

মান্নার ঋণ পুনঃতপশিলে অসহযোগিতা / বগুড়ার ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপককে স্ট্যান্ড রিলিজ

১৩

শাহবাগ মোড় অবরোধ

১৪

ওসমান হাদির মৃত্যুর পর যা বললেন হাসনাত আব্দুল্লাহ 

১৫

জাহাজভাঙা ইয়ার্ডে নিরাপত্তা ঝুঁকি / ছয় মাসে ৩২ দুর্ঘটনা, প্রাণ গেছে ৩ জনের

১৬

সাংবাদিককে গুলি করে হত্যা

১৭

রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৮

আসিফ মাহমুদ / ‘শহীদী আত্মদান মুক্তির সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে’

১৯

ওসমান হাদির মৃত্যুতে যা বললেন আহমাদুল্লাহ

২০
X