

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মানুষের ভেতর ব্যাপক সাড়া উদ্দিপনা দেখছি। গত ২৪ বছর পর আবার অবাধ, সুষ্ঠু ভোট হচ্ছে। বিগত ২৪ বছর নাটোরের মানুষ ধানের শীষ মার্কায় ভোট দিতে পারেনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) নাটোর সদরের হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান বাজারে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, অতীতে যতবার ভোট হয়েছে ততবার আমি জেলে। যার জন্য মানুষের আগ্রহ শেষ হয়ে গিয়েছিল। এবার রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নাটোরের মানুষ আমাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল রনিসহ বিএনপি নেতারা।
মন্তব্য করুন