কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার ছবি তোলায় সার্জেন্টের হাতে সাংবাদিক লাঞ্ছিত

অভিযুক্ত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত।
অভিযুক্ত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত।

কক্সবাজারে অবৈধ পার্কিং করা যাত্রীবাহী বাস থেকে ঘুষ নেওয়ার ছবি তোলায় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় সার্জেন্ট মাজাহারুল ইসলাম সাংবাদিক রাশেদুল মজিদের মোবাইল ফোন ও পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা একান্তই তার ব্যক্তিগত। কোনো ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণতি হলে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার শিকার সাংবাদিক রাশেদুল মজিদ জানান, সকালে ব্যক্তিগত কাজে একটি অটোরিকশায় করে বাস টার্মিনালে যাওয়ার সময় কলাতলীর মোড়ে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে তীব্র যানজট দেখা দেয়। এ সময় ট্রাফিক সার্জেন্ট মাজাহারুল অবৈধভাবে পার্কিং করা একটি বাসের চালকের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। সেই ছবি ধারণ করায় সার্জেন্ট মাজহারুলের হাতে তিনি হামলার শিকার হন এবং ফোন ছিনিয়ে নিয়ে যান। এরপর তার আইডি কার্ড দেখালে সেটিও ছিনিয়ে নেন।

এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন : মান্নান

এভারকেয়ারে নিরাপত্তা জোরদার, পুলিশের ব্যারিকেড

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কয়েদির মৃত্যু

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান

ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ-মালদ্বীপ কৃষি সহযোগিতায় নতুন অঙ্গীকার

সরকার কড়াইলের বাসিন্দাদের নাগরিক অধিকারের তোয়াক্কা করছে না : সাকি

১০

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

১১

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

১২

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

১৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

১৪

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

১৫

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

১৬

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

১৭

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

১৮

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

১৯

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

২০
X