কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষ নেওয়ার ছবি তোলায় সার্জেন্টের হাতে সাংবাদিক লাঞ্ছিত

অভিযুক্ত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত।
অভিযুক্ত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত।

কক্সবাজারে অবৈধ পার্কিং করা যাত্রীবাহী বাস থেকে ঘুষ নেওয়ার ছবি তোলায় এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় সার্জেন্ট মাজাহারুল ইসলাম সাংবাদিক রাশেদুল মজিদের মোবাইল ফোন ও পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা একান্তই তার ব্যক্তিগত। কোনো ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণতি হলে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামলার শিকার সাংবাদিক রাশেদুল মজিদ জানান, সকালে ব্যক্তিগত কাজে একটি অটোরিকশায় করে বাস টার্মিনালে যাওয়ার সময় কলাতলীর মোড়ে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে তীব্র যানজট দেখা দেয়। এ সময় ট্রাফিক সার্জেন্ট মাজাহারুল অবৈধভাবে পার্কিং করা একটি বাসের চালকের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। সেই ছবি ধারণ করায় সার্জেন্ট মাজহারুলের হাতে তিনি হামলার শিকার হন এবং ফোন ছিনিয়ে নিয়ে যান। এরপর তার আইডি কার্ড দেখালে সেটিও ছিনিয়ে নেন।

এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাজহারুলের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর-২ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে: দুলু

পাকিস্তানে মার্কেটে আগুন, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ 

৬০ পেরিয়ে নতুন প্রেমিকা নিয়ে মুখ খুললেন আমির

ভাইবোনের উপহারে ছাড় দিলেও শ্বশুরবাড়ির উপহারে দিতে হবে কর

কানায় কানায় পূর্ণ আলিয়া মাদ্রাসার মাঠ

৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

জব্দকৃত ১০৩ মণ জাটকা গেল এতিমখানায়

ক্লাস চলাকালীন জবি ক্যাম্পাসে মাইক ও খেলাধুলা নিষিদ্ধ

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

১০

বিয়ে করেছেন শাকিব-মান্নার নায়িকা

১১

আপনার শিশুকে সবজি খাওয়ানোর সহজ কিছু উপায়

১২

‘সব প্রশ্নের উত্তর দিতে নেই’—মা হওয়ার গুঞ্জনে কি শাকিবের পথেই হাঁটছেন বুবলী

১৩

নিজেকে ‘এমএলএ ফাটাকেষ্ট’ বললেন এমপি প্রার্থী

১৪

স্বতন্ত্রে দাঁড়িয়ে বিপদে বিএনপি নেতা

১৫

সিলেটে বিএনপির জনসভা শুরু

১৬

ঢাকা-১৬ আসন / মা-বাবার কবর জিয়ারত করে প্রচারণা শুরু বিএনপির প্রার্থী আমিনুলের

১৭

সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় ১১ সেনা নিহত

১৮

খালেদা জিয়া দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন: মান্নান

১৯

বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান

২০
X