টাঙ্গাইলের গোপালপুর উপজেলার রামপুর চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবহান তুলা কমান্ডার নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-২ আসনের (গোপালপুর-ভূঞাপুর) সংসদ সদস্য ছোট মনির।
এর আগে গত ১৮ জানুয়ারি এ টুর্নামেন্ট উদ্বোধন করেন আলহাজ্ব মারুফ হাসান জামী। তিনি গোপালপুর সরকারি কলেজের সাবেক জি এস এবং এ জি এস। এ ছাড়া আসন্ন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
চতিলা যুব সংঘের আয়োজনে এ টুর্নামেন্টে গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল ও ধনবাড়ি উপজেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। গত ৩০ জানুয়ারি এই প্রতিযোগিতার শেষ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন