কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাইকগাছা-কয়রার উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

এলাকার উন্নয়নে করণীয় নিয়ে ঢাকায় কর্মরত সরকারি এবং বেসরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ম করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রশীদুজ্জামান।

এ সময় পাইকগাছা এবং কয়রা উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় করণীয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায় ওই অঞ্চলের শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট ও বেড়িবাঁধের উন্নয়ন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। উপস্থিত ছিলেন সরকারের বাংলাদেশ সচিবালয়ে কর্মরত পাইকগাছা এবং কয়রা উপজেলার কর্মকর্তা-কর্মচারী, পুলিশে কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাইকগাছা কয়রার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। আলোচনায় শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট উন্নয়নে জোর দেন কর্মকর্তারা। এ ছাড়া নদী খনন এবং নদী ভাঙন রোধে বেড়িবাঁধের উন্নয়নেও জোর দেওয়া হয়। এসব ক্ষেত্রে যার যার জায়গা থেকে সহযোগিতার আশ্বাস দেন তারা। এছাড়া পাইকগাছা কৃষি কলেজ নিয়ে চলমান সমস্যা সমাধানের বিষয়ে সভায় আলোচনা হয়।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, এলাকার উন্নয়নে সবার আগে মনোযোগ দিতে হবে শিক্ষা খাতে। শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানোন্নয়নে আমাদের সবাইকে অবদান রাখতে হবে। তারা যেন কোনো অবহেলার শিকার না হয় সে বিষয়ে আমাদের সার্বক্ষণিক তদারকি করতে হবে। আসছে বছরগুলোতে পাইকগাছা-কয়রা থেকে আরও শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষার সুযোগ পায়, সে বিষয়ে তাদের অনুপ্রেরণা দিতে হবে।

তিনি বলেন, যেসব ক্ষেত্রে দুই উপজেলার মানুষ পিছিয়ে রয়েছে সেগুলোর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করে পাইকগাছা কৃষি কলেজ নিয়ে চলমান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তপনকান্তি ঘোষ।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য মো. রশীদুজ্জামান উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন, এলাকার সার্বিক উন্নয়নে আমি সবসময়ই মনোযোগী ছিলাম। আগামীতেও এলাকাবাসীর সেবা করে যেতে চাই। এখানে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলোর উন্নয়নে সবাই মিলে কাজ করতে হবে। তাহলেই এলাকার উন্নয়ন সম্ভব।

মতিবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) জয়দেব কুমার ভদ্র, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মনিরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলম মোস্তফা, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সানা শামিমুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানে কর্মরত পাইকগাছা কয়রা উপজেলার কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

এসিআই মোটরসে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

আজ কোথায় কোন কর্মসূচি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল সমুদ্রপাড়ের রিসোর্টে, ভিডিও ভাইরাল

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

১০

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

১১

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

১২

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

১৩

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

১৪

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

১৬

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

১৭

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

১৮

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৯

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

২০
X