লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এক লাফে অর্ধেকে নামল আলুর দাম

লালমনিরহাটে আলু তোলায় ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা
লালমনিরহাটে আলু তোলায় ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা

ভারত থেকে আলু আমদানির খবর পেয়েই লালমনিরহাটে এক লাফে আলুর দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা কমেছে। সপ্তাহ দুয়েক আগেও যে আলুর কেজি ছিল ৫০ টাকা, তা এখন ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু ৬৫-৭০ টাকায় বিক্রি হলেও পরে তা ৪০ থেকে ৪৫ টাকায় নেমে আসে। বর্তমানে তা এক লাফে কমে বাজারে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানির খবর পেয়ে আলু কেনা কমিয়ে দিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। তাই চাহিদা কমায় দরপতন হয়েছে।

শহরের পাইকারি বাজার গোশালা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দুই সপ্তাহ আগেও প্রতি বস্তা আলু পাইকারি ব্যবসায়ীরা কৃষকদের কাজ থেকে বস্তা প্রতি ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় কিনেছেন। এখন তা ৯০০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলুর অস্বাভাবিক দাম কমে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। তারা বলছেন, দাম কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না তাদের। তাদের লোকসান গুনতে হচ্ছে।

সরেজমিন, তিস্তা ও ধরলা চরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আলু তোলায় ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। জেলার অন্যান্য উপজেলায়ও চলছে এ কার্যক্রম। অনেকের ঘরে আগাম জাতের আলু মজুত রয়েছে।

সদর উপজেলার তিস্তা খুনিয়াগাছ এলাকার কৃষক হাসান মাহমুদ বলেন, বর্তমানে বাজারে ২০-২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। কিন্তু পাইকাররা ১৭-১৮ টাকা কেজিতে ক্রয় করছেন। এতে আমাদের উৎপাদন খরচ উঠছে না।

একই এলাকার কৃষক আকবর আলী জানান, আমি ১০ বিঘা জমি বর্গা নিয়ে আলু চাষ করেছি। বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আলু পাওয়া যাবে ৮০ মণের মতো। বর্তমানে এক বিঘা জমির আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ৪৬ হাজার টাকা। সে হিসাবে প্রতি বিঘায় ৪ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে।

তারা বলছেন, ধান-চাল ও গমের মতো আলুর দামও সরকার নির্ধারণ করে দিলে কৃষকরা লোকসান থেকে রক্ষা পেত।

তবে আলুর পাইকারি ক্রেতাদের দাবি, বর্তমানে পুরোদমে আলু উঠা শুরু হয়েছে, তাই দাম কমছে। এ ছাড়া ভারত থেকে আমদানির খবর পেয়েও আলুর বাজার কমে গেছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সিফাত আরা জান্নাত বলেন, আলুর ব্যাপক দরপতন হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে কৃষকরা আলু সংরক্ষণ করতে পারলে তারা লোকসানের হাত থেকে রক্ষা পেত। এজন্য তিনি কৃষকদের জাতভেদে চাহিদা অনুযায়ী আলু চাষে পরামর্শ দেন ওই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

১০

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

১১

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১২

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১৩

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১৪

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৫

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৬

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৭

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৮

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৯

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

২০
X