লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এক লাফে অর্ধেকে নামল আলুর দাম

লালমনিরহাটে আলু তোলায় ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা
লালমনিরহাটে আলু তোলায় ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা

ভারত থেকে আলু আমদানির খবর পেয়েই লালমনিরহাটে এক লাফে আলুর দাম কেজিতে ২৫ থেকে ৩০ টাকা কমেছে। সপ্তাহ দুয়েক আগেও যে আলুর কেজি ছিল ৫০ টাকা, তা এখন ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু ৬৫-৭০ টাকায় বিক্রি হলেও পরে তা ৪০ থেকে ৪৫ টাকায় নেমে আসে। বর্তমানে তা এক লাফে কমে বাজারে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানির খবর পেয়ে আলু কেনা কমিয়ে দিয়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। তাই চাহিদা কমায় দরপতন হয়েছে।

শহরের পাইকারি বাজার গোশালা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, দুই সপ্তাহ আগেও প্রতি বস্তা আলু পাইকারি ব্যবসায়ীরা কৃষকদের কাজ থেকে বস্তা প্রতি ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় কিনেছেন। এখন তা ৯০০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলুর অস্বাভাবিক দাম কমে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। তারা বলছেন, দাম কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না তাদের। তাদের লোকসান গুনতে হচ্ছে।

সরেজমিন, তিস্তা ও ধরলা চরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, আলু তোলায় ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। জেলার অন্যান্য উপজেলায়ও চলছে এ কার্যক্রম। অনেকের ঘরে আগাম জাতের আলু মজুত রয়েছে।

সদর উপজেলার তিস্তা খুনিয়াগাছ এলাকার কৃষক হাসান মাহমুদ বলেন, বর্তমানে বাজারে ২০-২৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। কিন্তু পাইকাররা ১৭-১৮ টাকা কেজিতে ক্রয় করছেন। এতে আমাদের উৎপাদন খরচ উঠছে না।

একই এলাকার কৃষক আকবর আলী জানান, আমি ১০ বিঘা জমি বর্গা নিয়ে আলু চাষ করেছি। বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। আলু পাওয়া যাবে ৮০ মণের মতো। বর্তমানে এক বিঘা জমির আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ৪৬ হাজার টাকা। সে হিসাবে প্রতি বিঘায় ৪ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে।

তারা বলছেন, ধান-চাল ও গমের মতো আলুর দামও সরকার নির্ধারণ করে দিলে কৃষকরা লোকসান থেকে রক্ষা পেত।

তবে আলুর পাইকারি ক্রেতাদের দাবি, বর্তমানে পুরোদমে আলু উঠা শুরু হয়েছে, তাই দাম কমছে। এ ছাড়া ভারত থেকে আমদানির খবর পেয়েও আলুর বাজার কমে গেছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক সিফাত আরা জান্নাত বলেন, আলুর ব্যাপক দরপতন হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে কৃষকরা আলু সংরক্ষণ করতে পারলে তারা লোকসানের হাত থেকে রক্ষা পেত। এজন্য তিনি কৃষকদের জাতভেদে চাহিদা অনুযায়ী আলু চাষে পরামর্শ দেন ওই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

একটি দল আ.লীগের ভূমিকায় নিজেদের উপস্থাপন করছে : আসিফ মাহমুদ

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

১০

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১১

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

১২

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

১৩

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

১৪

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

১৫

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

১৬

‘সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা’

১৭

রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন

১৮

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

১৯

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

২০
X