সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশি পাহারায় থানায় কিশোরীর বিষপান

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজশাহীতে থানার ভেতরেই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক কিশোরী। রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তানোর থানার বাথরুমে মহিলা পুলিশের পাহারা থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এর আগে প্রেমিকের নামে অপহরণ মামলা দায়ের করা হয়।

এদিকে এ ঘটনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। তানোর পৌর এলাকার বাসিন্দা ওই কিশোরী এবার এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, তানোর উপজেলার বনকেশর গ্রামের আল আমিন (২৫) নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আল আমিন বিবাহিত ও এক সন্তানের জনক। গত ২ ফেব্রুয়ারি রাতে আল আমিনের সঙ্গে ওই কিশোরী পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আল আমিনসহ ওই কিশোরীকে আটক করে। রোববার (৪ ফেব্রুয়ারি) তাদের তানোর থানায় নিয়ে যাওয়া হয়, কিশোরীর বাবা-মাও সেখানে আসেন। পরে আল আমিনের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি নেয় তারা। কিন্তু ওই কিশোরী প্রেমিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না করে বিয়ের সিদ্ধান্তে অনড় থাকে। এ নিয়ে অভিবাবকদের সঙ্গে ওই কিশোরীর রাগারাগী হয়। একপর্যায়ে কৌশলে থানার বাথরুমে গিয়ে সে বিষপান করে।

এ বিষয়ে তানোর থানার এসআই আল ইমরান বলেন, ঢাকা থেকে ধরে আটকের পর থানায় বাবা-মায়ের সঙ্গে ছিল ওই কিশোরী। এ সময় সে বাথরুমে যেতে চাইলে মহিলা পুলিশ তাকে নিয়ে যায়। সে বাথরুমে ঢুকলে দরজার ছিটকানিও লাগাতে দেওয়া হয়নি। কিন্তু সে বাথরুমে গিয়েই বিষপান করে। ধারণা করা হচ্ছে, তার কাছে আগে থেকেই বিষ ছিল। তবে বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে কিশোরীর পরিবারের দায়ের করা অপহরণের মামলায় আল আমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, ‘ওই কিশোরী বিষপান করেছে। তবে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নয়, তার বাবা-মার কাছে থাকার সময়। তারপরও আমরা বিষপানের ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি। তদন্ত করা হবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১০

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১১

ঢাকায় আসছেন জাকির নায়েক

১২

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৩

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৪

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৫

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৬

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৮

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৯

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

২০
X