কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদের উপনির্বাচন আগামী ৯ মার্চ। তপশিল ঘোষণার পরপরই বিভিন্ন মাধ্যমে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন আওয়ামী লীগের ১১ নেতা।
এ ছাড়া বিএনপির বহিষ্কৃত দুই নেতা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কুমিল্লা ৬ সংসদীয় আসনটি সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে মূলত আ.লীগ ও বিএনপির নিজ নিজ দলের মধ্যে প্রকাশ্যে গ্রুপিংয়ের উত্তাপ চলে আসছে এক যুগেরও বেশি সময় ধরে। তাই সিটি করপোরেশন নির্বাচন কিংবা সংসদ নির্বাচন যাই হোক এখানে আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি। ভোটারদের মধ্যে আলোচনা আছে এবারের সিটি করপোরেশন নির্বাচনেও এর ব্যতিক্রম হবে না।
আ.লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এমপি বাহারের অনুসারী মহানগর আ.লীগের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম, মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন, যুগ্মসম্পাদক সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচনা, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল।
এ ছাড়া মহানগর আ.লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক এমপি আঞ্জুম সুলতানা সীমা, মহানগর আ.লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ডা. আজম খান নোমান, আ.লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য আনিছুর রহমান মিঠু মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কৃত দুবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি নিজাম উদ্দিন কায়সার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বলে তারা জানিয়েছেন।
জানতে চাইলে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, নির্বাচনের জন্য আমার প্রস্তুতি আছে। আমি সব সময় মাঠে আছি। দল আমাকে বহিষ্কার করলেও আমি দলের সঙ্গে আছি। এবারের নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমার প্রতিদ্বন্দ্বী কে হবেন এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভোটারা আমার পক্ষে আছেন।
বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, আমি ১১ বছর আগেই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ছাত্ররাজনীতি থেকে শুরু করে আমি আওয়ামী রাজনীতি করে আসছি। দলের খারাপ সময়ে আমরাই রাজপথে ছিলাম। বিএনপি-জামায়াত সরকারের সময় হামলা-মামলার শিকার হয়েছি। এবার মনোনয়ন পাব বলে প্রত্যাশা করি।
রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা সিটিতে ভোটার দুই লাখ ৪২ হাজার।
মন্তব্য করুন