কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা সিটি করপোরেশনে সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

কুমিল্লা সিটি করপোরেশন। পুরোনো ছবি
কুমিল্লা সিটি করপোরেশন। পুরোনো ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নাগরিক সনদ ফিসহ বিভিন্ন সেবার বর্ধিত সেবামূল্য কার্যকরের ১২ দিনের মাথায় সে সিদ্ধান্ত স্থগিত করেছে। সোমবার (১২ মে) দুপুরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিকেলে কুসিক সচিব মো. মামুন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গত ১ মে থেকে নাগরিক সেবা ও সনদ দেওয়ার ফি বৃদ্ধি কার্যকর করা হয়। এতে চলমান ২৩টি নাগরিক সেবার মধ্যে ১৯টির ফি বৃদ্ধি করা হয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়ে সিটি করপোরেশন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওঠে সমালোচনার ঝড়।

এদিকে বর্ধিত নাগরিক সেবামূল্য আদায় স্থগিত রাখতে সোমবার সকালেই স্মারকলিপি দেয় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামসুল আলমের কাছে ওই স্মারকলিপিটি দেওয়া হয়। এ সময় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

তিনি জানান, দলীয় সিদ্ধান্তে নয় একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এ উদ্যোগ নিয়েছেন। তিনি আশা করেন সিটি করপোরেশন মানুষের ক্ষোভের বিষয়টি অনুধাবন করে এমন সিদ্ধান্ত থেকে সরে আসবে।

উৎবাতুল বারী আবু কালবেলাকে জানান, নগরের বাসিন্দাদের ২৩ ধরনের নাগরিকসেবা ও সনদ দিয়ে থাকে কুমিল্লা সিটি করপোরেশন। সম্প্রতি এসব নাগরিকসেবা ও সনদের ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে ১৬ ধরনের নাগরিকসেবা ও সনদের ফি বেড়েছে ৫ গুণ পর্যন্ত, যার মধ্যে রয়েছে বেকারত্ব সনদও। ২০ টাকা থেকে একলাফে বাড়িয়ে এসব সনদের মূল্য বর্তমানে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, গণশুনানি ছাড়া এভাবে সেবা মূল্য বৃদ্ধি করায় নগরবাসী ক্ষোভ প্রকাশ করছেন। মূল্য বৃদ্ধির আগে অবশ্যই নাগরিকদের মতামত নেওয়ার দরকার ছিল। কারণ এখন কোনো মেয়র নেই, নেই কোনো নির্বাচিত পরিষদও। একলাফে ৫ গুণ না বাড়িয়ে কয়েক ধাপে ফি বৃদ্ধি করা যেত।

আরও জানা গেছে, কুসিকে ৪টি সেবার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ১৬টি নাগরিক সেবার ফি ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়। এ ছাড়া ওয়ারিশ সনদ এবং নাগরিক সনদের সেবামূল্য আগে ১০০ টাকা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।

শুধু জন্মনিবন্ধন সনদ, মৃত্যুনিবন্ধন সনদ, জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ সংশোধন আগের মূল্য ৫০ টাকা এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বয়স সংশোধন আগের ফি ১০০ টাকা রাখা হয়েছে।

এ ছাড়া অনলাইন আবেদন (উদ্যোক্তা ফি) আগে বিনা পয়সায় করা যেত, সেটি করতে এখন ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামসুল আলম বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের বর্ধিত ফির সিদ্ধান্ত নিয়মিত মাসিক সভায় সবার মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। এ ছাড়া সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের খরচও বেড়েছে, যার কারণে এ মূল্য বৃদ্ধি করা হয়েছে। আর বর্তমানে ১০০ টাকা অনেক বেশি টাকা নয়। তাই নাগরিকরা বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলেই আশা করেছিলাম। এখন বর্ধিত ফি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকরা আগের মূল্যেই এসব সেবা পাবেন।

এভাবে নাগরিক সেবা ও সনদ দেওয়ার ফি বাড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধি এখন নেই। তাই পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা যেত। যদি করতেই হয় এক লাফে ৫ গুণ না বাড়িয়ে কয়েক ধাপে বৃদ্ধি করা যেত। এমনিতেই হোল্ডিং ট্যাক্সের বোঝা চাপানো আছে। তিনিও হুট করে নেওয়া এমন সিদ্ধান্ত স্থগিত করায় স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাত্র ৫ কৌশলে শেখার গতি বাড়বে, মনোযোগও থাকবে বেশি

মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস

তিন শতাধিক মৃত্যু / পাকিস্তানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

হাড় আর জোড়ার ব্যথা নিয়ে জানুন ফিজিওথেরাপিস্টের পরামর্শ

আয় বাড়াবেন কীভাবে

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন

বায়ুদূষণের শীর্ষে কিনশাসা, বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি কী?

খেজুর দিয়ে বানানো বিশেষ এই খাবার সম্পর্কে কী জানেন?

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

মাথাব্যথা থেকে মুক্তি পেতে কী করবেন

১২

নিজেই আক্রান্ত হাসপাতাল

১৩

জ্বর হলে জিভের স্বাদ চলে যাওয়া হতে পারে বড় রোগের লক্ষণ

১৪

মেসির জাদুতে মায়ামির নাটকীয় জয়

১৫

গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল

১৬

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

১৭

খালি পেটে লেবুপানি কি সবার জন্য নিরাপদ? জানুন বিশেষজ্ঞরা মতামত

১৮

লোকালয়ে ঢুকে পড়ল বনের প্রাণী, জনমনে আতঙ্ক

১৯

বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

২০
X