ঝালকাঠির গাবখান নদীর সারেঙ্গল এলাকায় দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৭০ লাখ টাকার সিমেন্টবোঝাই একটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় মারিয়া রহমান-৩ নামে জাহাজটিকে আটক করেছে ঝালকাঠি থানা পুলিশ। আটক কার্গোর ২ জন স্টাফকে সদর থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাবখান নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সারেঙ্গল এলাকার প্রত্যক্ষদর্শী রেজোয়ান জানান, সন্ধ্যা ৭টার দিকে সারেঙ্গল বাজার সংলগ্ন এলাকায় নদীতে বিকট শব্দ হয়। দৌড়ে তীরে গিয়ে দেখি দুই কর্গোর মধ্যে সংঘর্ষ হয়েছে। কাউখালীর দিক থেকে আসা মারিয়া রহমান-৩ কার্গোর সঙ্গে সংঘর্ষে নূর-এ মদিনার তলা ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই সিমেন্ট বোঝাই জাহাজ নূর-এ মদিনা তলিয়ে যেতে থাকে। কার্গোটি সুগন্ধা নদীর মোহনা থেকে আসছিল।
পরে কার্গো মারিয়া রহমান-৩ গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নোঙর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ খালি কার্গোটি আটক করে।
ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খালি কার্গো মারিয়া রহমানকে আটক করা হয়েছে। নৌ-পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তাদের দুই পক্ষ বসে সমাধান করার কথা আছে। এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন