চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের একটি লাইট ইঞ্জিনের সঙ্গে কর্ণফুলী এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই ফারুক বলেন, কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামমুখী ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার নিজাম উদ্দিন বলেন, কর্ণফুলী এক্সপ্রেসে করে আমি শহরে যাচ্ছিলাম। দুর্ঘটনায় ট্রেনটির যাত্রীরা আহত হয়েছেন।
মন্তব্য করুন