ফের মাঝারি শৈত্যপ্রবাহের কাঁপছে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। চার দিন পর আবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমেছে। উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা বুধবার (৭ ফেব্রুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছির ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি। অন্যদিকে সন্ধ্যার পর থেকেই বেড়েছে শীতের তীব্রতা।
তীব্র শীত ও ফের শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন।
এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড় পরতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যেবক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আবারও হঠাৎ করে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার ভোর ৬টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে ।
মন্তব্য করুন