পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়ায় থানা পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আদালত তাকে জেল হাজাতে পাঠানোর আদেশ দেন। বর্তমানে রফিকুল ইসলাম পিরোজপুর জেল হাজতে রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার টিয়ারখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেপ্তার রফিকুল ওই টিয়ারখালী গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ট্রলার উদ্ধার ও মঠবাড়িয়ার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের তথ্য দেন। এসময় তিনি বলেন, থানা পুলিশ ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। রফিকুল একজন পেশাদার ফেনসিডিল ব্যবসায়ী ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান পুলিশ সুপার।
মন্তব্য করুন