পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের তিনটি ইটভাটা। বন্ধ করে দেওয়া হয়েছে আরও ছয়টি। অনুমোদনহীন এসব ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর।
তিনি বলেন, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে জেলার রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় এসব অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় তাড়াশ উপজেলার খিরপোতা মেসার্স এসএমবি ব্রিকসকে ৭ লাখ, রায়গঞ্জ উপজেলার গুয়ারখী এলাকার এমবি ব্রিকসকে ৭ লাখ ও একই উপজেলার বাঁশাইল এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এসব ভাটা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
অপরদিকে ভুইয়াগাঁতী এলাকায় হীরা ব্রিকসকে ৫ লাখ, দাথিয়া বেনীমাধব এলাকার কেয়া ব্রিকসকে ৫ লাখ, সেনগাঁতীর মেসার্স টিএইচবি ব্রিকসকে ৫ লাখ, সারটিয়া এলাকার হাসিনা ব্রিকসকে ৫ লাখ, নিঝুড়ি এলাকার আরকে ব্রিকসকে ৫ লাখ ও চান্দাইকোনা এলাকার পিংকি ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এসব ইটভাটাকে বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মন্তব্য করুন