নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দানিয়াল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুভ (৩২) নামের আরও একজন আহত হন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রকাশ্যে কয়েকজন যুবক তাদের দুজনকে কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা তাদের অটোরিকশায় তুলে নিয়ে মাসদাইর এলাকায় বাড়ির সামনে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়
পরে স্থানীয় আহতের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দানিয়ালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাদের কোপানো হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তসলিম আহমেদ বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন