খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাদা রসুনে আর নেই ‘হলুদ দুঃখ’

রসুন ক্ষেত পরিচর্যা করছেন চাষিরা। ছবিটি দিনাজপুরের খানসামার গোয়ালডিহি ইউনিয়ন থেকে তোলা। ছবি : কালবেলা
রসুন ক্ষেত পরিচর্যা করছেন চাষিরা। ছবিটি দিনাজপুরের খানসামার গোয়ালডিহি ইউনিয়ন থেকে তোলা। ছবি : কালবেলা

তীব্র শীতে টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে সাদা সোনা খ্যাত রসুন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকরা। তবে কয়েকদিন ধরে জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আশানুরূপ ভালো ফলন ও দাম পাবেন বলে মনে করছেন তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার গোয়ালডিহি, হাসিমপুর,কাচিনীয়া, গুলিয়ারা ও বালাপাড়া গ্রাম ঘুরে দেখা যায়- বিস্তীর্ণ মাঠজুড়ে রসুনের চাষাবাদ হয়েছে। গত কয়েক সপ্তাহ আগে জেঁকে বসা শীত ও ঘনকুয়াশায় রসুনের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ছিল। তবে এখন আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় সাদা সোনা খ্যাত রসুনে আশার আলো দেখছেন তারা। গত বছরের চেয়ে এবার রসুনে ব্যাপক সাফল্যের আশা কৃষি বিভাগের।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে রসুন চাষ হয়েছে ১ হাজার ৬২০ হেক্টর জমিতে। যা গত বছরে ছিল ১ হাজার ৫০০ হেক্টর।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে রসুন চাষে বীজ, সার, সেচ, হাল ও পরিচর্যা বাবদ এ বছর খরচ হয়েছে ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। এবার বীজের দাম বেশি হওয়ায় খরচটা বেড়ে গেছে। আর প্রতি বিঘায় ফলন হয় ৫৫-৬০ মণ। প্রতি মণের বর্তমান বাজারমূল্য ৭-৮ হাজার টাকা। তাই খরচ বেশি হওয়ার পরও ভালো লাভের আশা করছেন তারা। তবে গত কয়েক সপ্তাহ আগে তীব্র শৈত্যপ্রবাহের কারণে পাতা হলুদ হওয়ায় দুশ্চিন্তায় ছিল কৃষকরা। তবে উপজেলা কৃষি বিভাগের সুপরামর্শে ও আবহওয়া ভালো হয়ে যাওয়ায় দুশ্চিন্তা থেকে কাটিয়ে উঠছেন রসুন চাষিরা।

গোয়ালডিহি জমির শাহপাড়া এলাকার কৃষক আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, গত কয়েকদিন আগে রসুন গাছের পাতার রং এমন পরিবর্তন হয়ে গিয়েছিল যেন দূর থেকে দেখলে মনে হয় সরিষার ক্ষেত। তবে কিছুদিন থেকে আবহওয়া ভালো থাকায় কীটনাশক স্প্রে ও পরামর্শ পরিচর্যা করে এ অবস্থা থেকে উন্নতি হয়েছে। আমি এ বছর এক বিঘা জমিতে রসুন চাষ করছি। বেশ ভালো ফলন হবে এবার, দামও গত বছরের থেকে অনেক বেশি।

খামারপাড়া ইউনিয়নের কৃষক মাহফুজ আলম কালবেলাকে বলেন, এ বছর দেড় বিঘা জমিতে রসুন আবাদ করেছি। তীব্র শৈত্যপ্রবাহের কারণে দুশ্চিন্তায় থাকলেও সবকিছু এখন ঠিক হয়ে গেছে। আশা করি ভালো ফলন ও দাম পাব।

খামারপাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শ ম জাহিদুল ইসলাম কালবেলাকে বলেন, কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা সবসময় রসুনসহ বিভিন্ন ক্ষেত পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করি এ বছর রসুনে ব্যাপক সফলতা পাবে।

এ বিষয়ে খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার কালবেলাকে বলেন, কিছুদিন আগে শৈত্যপ্রবাহের কারণে রসুন ক্ষেত হলুদ বর্ণধারণ করেছিল। কিন্তু এখন আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় ফলনও ভালো হবে আশা করছি। আমরা কৃষি বিভাগ কৃষকদের সচেতনতার জন্য কাজ করে যাচ্ছি এবং কৃষকদের যে কোনো প্রয়োজনে কৃষি বিভাগের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দিচ্ছে লংকাবাংলা

গাজায় তিন সাংবাদিকসহ নিহত ১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

নির্বাচনী প্রচারে মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহের অভিযোগ

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

১০

সিলেটে কঠোর নিরাপত্তা

১১

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

১২

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

১৩

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

১৪

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

১৫

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

১৬

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১৭

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১৮

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১৯

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

২০
X