ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করবেন রিজু-হারলি দম্পতি 

বাংলাদেশি নাগরিক আসাদুজ্জামান রিজু ও আমেরিকান তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন। ছবি : সংগৃহীত
বাংলাদেশি নাগরিক আসাদুজ্জামান রিজু ও আমেরিকান তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন। ছবি : সংগৃহীত

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। যুগে যুগে ভালোবাসার জন্য অনেকেই অনেক কীর্তি রেখে গেছেন। আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইন ডে)। প্রথম দিকে এটি সেইন্ট ভ্যালেন্টাইন নামক একজন অথবা দুজন খ্রিস্টান শহিদকে সম্মান জানাতে খ্রিস্টধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছিল, পরে লোক ঐতিহ্যের ছোঁয়ার মধ্য দিয়ে এটি বিভিন্ন দেশে আস্তে আস্তে প্রেম ও ভালোবাসার সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক একটি আনুষ্ঠানিক দিবসে পরিণত হয়।

এই দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রেমিক-প্রেমিকা বা নবদম্পতিরা একটু ভিন্নভাবে পালনের চেষ্টা করে। এরকমই এক নবদম্পতি বাংলাদেশি নাগরিক আসাদুজ্জামান রিজু ও আমেরিকান তরুণি হারলি এবেগেল আইরিন ডেভিডসন তাদের প্রথম ভালোবাসা দিবস একসঙ্গে উদযাপন করছে।

গত অক্টোবরে প্রেমের টানে বাংলাদেশে এসে পাবনার ঈশ্বরদীর বাসিন্দা আসাদুজ্জামান রিজুর (২৭) সঙ্গে ঘর বাঁধেন আমেরিকান তরুণী হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন।

প্রেমিক আসাদুজ্জামান রিজু বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন।পরে পারিবারিকভাবে ঢাকায় বিয়ে করেন তারা। ইসলাম ধর্মের রীতি মেনে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের আগেই ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আরও বলেন, আমরা উভয়ে ভালোবেসে বিয়ে করে সুখের সঙ্গে বসবাস করছি। আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। গত বছরের আমরা দুজন দুই দেশে থেকে প্রেমিক প্রেমিকা হিসেবে ভালোবাসা দিবস উদযাপন করেছি। তবে প্রথমবারের মতো এবার স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে আমরা দিনটি উদযাপন করব। এটা একটা দারুণ অনুভূতি। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করব।

রিজু আরও জানান, বিয়ে পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কারণে পদে পদে নানা রকম হয়রানির শিকার হয়েছেন তারা। সম্প্রতি হারলি এবেগেল আইরিন ডেভিডসনের ভিসার মেয়াদ বর্ধিত করতে গিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নানা রকম হয়রানি শিকার হতে হয় তাদের। এমনকি বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের রাত্রীযাপন করতে গিয়েও তাদের হয়রানি শিকার হতে হয়।

এসব হয়রানির শিকার হওয়ায় এদেশের প্রতি নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে হারলি ডেভিডসনের। এজন্য ঈশ্বরদীর বাহিরে যেতে এখন আর আগ্রহ দেখায় না সে। তবে সব সমস্যাকে মোকাবিলা করে রেখে আগামীতে তাদের আমেরিকা যাওয়ার ইচ্ছা রয়েছে। ভিসা জটিলতার এসব সমস্যার সমাধানে নির্দিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে 

তিন যুবকের কোমরে মিলল আট কোটি টাকার স্বর্ণ

হাসপাতালে খালেদা জিয়া

ইসির রোডম্যাপে দেশ নির্বাচনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল : সমমনা জোট

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ শাবির ৮৫ শিক্ষকের

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা চুয়েটের

আল আরাফা ব্যাংকের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা রিমান্ডে, কারাগারে ৮

দাবি আদায় হয়নি, নতুন ঘোষণা শিক্ষার্থীদের

রমনা বিভাগের ডিসিকে নিয়ে অপপ্রচার

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এবি পার্টির প্রতিক্রিয়া 

১০

বাস্তবায়ন হয়নি ৩৫ বছর আগের খুবি ক্যাম্পাসের মহাপরিকল্পনা

১১

ঋতুপর্ণার বাবা কখনোই চাননি মেয়ে নায়িকা হোক

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

১৩

ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

১৪

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবি

১৬

গুম করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া নীতিগত অনুমোদন

১৭

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, দুই ট্রাফিক পুলিশ ক্লোজড

১৮

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

১৯

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

২০
X