রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে ছেড়ে যাবে বিশেষ ট্রেন। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ২ হাজার ২৫১ জন ওরশ যাত্রী নিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় ছেড়ে যাবে ট্রেনটি। ট্রেনে থাকবে ২৪টি বগি।
জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি মেদিনীপুর জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানী (রা.) এর বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাক পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ শেষে ট্রেনটি রাজবাড়ী ফিরবে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি)।
বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। ট্রেনের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন