রংপুরের পীরগাছায় বিকল্প সড়ক না করেই চলছিল সেতু নির্মাণের কাজ। এ নিয়ে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের পর ওই জায়গায় একটি বিকল্প সড়ক করে দিয়েছে সেতু নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পীরগাছার পাকারমাথা-কান্দি সড়কের অনন্তরাম দলবাড়ী খামার ও বলিহার গ্রামের সীমান্তবর্তী স্থানে সেতু নির্মাণের জায়গায় পুরোদমে চলছে সেতু নির্মাণের কাজ। সেতু নির্মাণের স্থান সংলগ্ন পুকুর পাড়টি মাটি ফেলে মেরামত করে প্রস্থ বাড়িয়ে জনসাধারণের চলাচলের উপযোগী একটি বিকল্প সড়ক করা হয়েছে। ওই সড়ক দিয়ে ভ্যান, রিকশা, সাইকেল, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
এ সময় অনন্তরাম দলবাড়ী খামার গ্রামের বেলাল হোসেন ও হযরত আলী বলেন, এখানে বিকল্প সড়ক না করে সেতু নির্মাণের কারণে আমাদের খুব দুর্ভোগ পোহাতে হয়েছিল। এখন বিকল্প সড়ক হওয়ায় আমরা খুব খুশি।
এসএসসি পরীক্ষার্থী লাবিব হাসান বলেন, এখন আমাদের আর অনেক দূর ঘুরে স্কুলে যেতে হচ্ছে না। অল্প খরচেই আমরা ভ্যান, রিকশায় করে স্কুলে যেতে পারছি। বলিহার গ্রামের হারুন অর রশীদ বলেন, দেরিতে হলেও চলাচলের জন্য বিকল্প সড়ক করে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, আগে ওই জায়গায় একটা বাঁশের সাকো করা হয়েছিল। সেটি ভেঙ্গে যাওয়ায় পাশের পুকুর পাড়টি মাটি ফেলে মানুষ ও যান চলাচলের উপযোগী সংযোগ সড়ক করা হয়েছে।
মন্তব্য করুন