ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া হাট ইজারার প্রায় সাড়ে ৭ লাখ টাকার শিডিউল ছিনতাই করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুজন ঠিকাদার শেখপাড়া হাটের টেন্ডার শিডিউল জমা দিতে যাওয়ার সময় তাদের কাছ থেকে জোরপূর্বক শিডিউল কেড়ে নেওয়া হয়। এ নিয়ে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী।
অভিযোগকারী আব্দুল লতিফ শেখ জানান, তিনি গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে আব্দুল হাকিম মোল্লার পক্ষে শেখপাড়া হাটের টেন্ডার শিডিউল জমা দিতে শৈলকুপা যান। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আসামাত্রই শেখপাড়া এলাকার দুলাল মণ্ডলের ছেলে সাইদ মণ্ডল, বুদো মণ্ডলের ছেলে শিপন মণ্ডল ও আহম্মদ জোয়ারদারের ছেলে আলামিনসহ একদল যুবক তাদের কাছ থেকে প্রকাশ্যে টেন্ডার শিডিউল ও ৭ লাখ ৪০ হাজার টাকার শিডিউল কেড়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই যুবকরা তাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন ইতোমধ্যে শেখপাড়া হাটের পুনঃদরপত্র আহ্বান করার জন্য ইউএনওর সঙ্গে পরামর্শ করা হয়েছে। পরে যারা টেন্ডার দাখিল করবেন তাদরকে পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে।
এ ঘটনার বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বনি আমিনের মোবাইল একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন