নেত্রকোনার কেন্দুয়ায় দুই অটোরিকশা, দুই বাইসাইকেল ও স্টেশনারি সামগ্রীসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে জানা গেছে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। তিনি জানান, চক্রের সদস্যদের মাধ্যমে অটোরিকশা-বাইসাইকেল চুরি করে আনতেন গ্রেপ্তার ব্যক্তি। সেগুলো নিজের উঠানে রেখে বিক্রির ব্যবস্থা করতেন তিনি।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মো. আনোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। কেন্দুয়া থানা এলাকায় চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত।
পরে আনোয়ারের তথ্য মতে অভিযান চালিয়ে তার বসতঘরের উঠান থেকে চোরাই মালামাল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
ওসি আরও জানান, মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন