‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মানিকগঞ্জে জেলা বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছেন।দলটির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেটে সরকারের পদত্যাগ এবং সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান প্রমুখ।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, ‘সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। অনথ্যায় কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’
মন্তব্য করুন