লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারি এলেই সংবর্ধনা, বাকি ১১ মাস কেউ খোঁজ রাখে না!

ভাষাসৈনিক আবদুল কাদের। ছবি : কালবেলা
ভাষাসৈনিক আবদুল কাদের। ছবি : কালবেলা

ভাষা আন্দোলনে লালমনিরহাটের যেসব ভাষাসৈনিক সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আবদুল কাদের আজও বেঁচে আছেন। তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা (হলদিটারি) গ্রামে।

সরেজমিন এই ভাষাসৈনিকের বাড়ি গিয়ে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ পড়া আবদুল কাদেরের শরীরের অবস্থা ভালো নেই।

এ সময় ভাষাসৈনিক আবদুল কাদের অভিযোগ করে বলেন, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই জেলা প্রশাসন রুটিন মাফিক একটি আমন্ত্রণপত্র প্রেরণ করে ডেকে নিয়ে সংবর্ধনা দেন। কিন্তু বছরের বাকি ১১ মাস কেউ খোঁজ রাখেন না।

ভাষাসৈনিক আবদুল কাদের কালবেলাকে জানান, ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয় থেকে ভাষা আন্দোলন ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাড়িতে চলে যায়। তখন পুলিশের খাতায় পাকিস্তানবিরোধী হিসেবে চিহ্নিত হন ভাষা সংগ্রাম পরিষদের সদস্যরা।

আবদুল কাদের ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সেসময়ে ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তিনি। লালমনিরহাটে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের সম্পাদক ছিলেন আবদুল কাদের। ২৩ ফেব্রুয়ারি হরতাল সমর্থনে তিনিসহ ভাষা সংগ্রাম পরিষদের কয়েকজন সদস্য লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য বিদ্যালয়ে চলে আসে।

পুলিশের গ্রেপ্তার এড়াতে কৌশলে ছাত্রনেতারা বিদ্যালয়ের জানালা দিয়ে পালিয়ে যান। পরে তারা চিহ্নিত হলে পুলিশ তাদের ধরে এনে থানায় আটকে রাখে। কিন্তু তারা তখন থানা হাজত থেকেই রাষ্ট্র ‘ভাষা বাংলা চাই’ স্লোগান দেওয়া শুরু করে। একপর্যায়ে তাদের তখন ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

১৯৫২ সালে ভাষা আন্দোলন সংগ্রামে সারা দেশের মতো সক্রিয় ভূমিকায় ছিল লালমনিরহাটের ছাত্রসমাজ ও রাজনৈতিক নেতারা। তারা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাতৃভাষার দাবিতে আন্দোলন করেছেন। জেলায় জীবিত ও প্রয়াত নারী-পুরুষ মিলে ১২ জন ভাষাসৈনিক ছিলেন। এদের মধ্যে ১১ জন প্রয়াত হয়েছেন। তারা হলেন- আশরাফ আলী, ড. শাফিয়া খাতুন, মনিরুজ্জামান, আবদুল বুদ্দুছ, কমরেড শামসুল হক, মহেন্দ্র নাথ রায়, আবিদ আলী, জরিনা বেগম, জাহানারা বেগম (দুলু), কমরেড সিরাজুল ইসলাম ও জহির উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় রওনা দিলেন হাদির পরিবার

শাহবাগে জুমার নামাজ আদায় করলেন ছাত্র-জনতা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বোর্ড

২৯ ট্যাংকারে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

এনসিপির কর্মসূচিতে পরিবর্তন

রাষ্ট্রবিরোধী পরিকল্পিত মবক্রেসিকে রুখে দিন : আবিদ 

১৩১ বছর বয়সী সুফিয়া বেগম মারা গেছেন

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

১০

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১১

‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’

১২

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ল কয়েকটি চিতাবাঘ

১৩

বেনাপোলে লংমার্চ টু বর্ডার ও অবস্থান কর্মসূচি পালন

১৪

হাদি হত্যার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

১৫

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন

১৬

হাদির মৃত্যুতে মা‌র্কিন দূতাবাসের শোক প্রকাশ

১৭

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

১৮

ওসমান হাদির গ্রামের বাড়িতে মানুষের ঢল

১৯

জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে স্বপ্ন বুননে ব্যস্ত কৃষকরা

২০
X