লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারি এলেই সংবর্ধনা, বাকি ১১ মাস কেউ খোঁজ রাখে না!

ভাষাসৈনিক আবদুল কাদের। ছবি : কালবেলা
ভাষাসৈনিক আবদুল কাদের। ছবি : কালবেলা

ভাষা আন্দোলনে লালমনিরহাটের যেসব ভাষাসৈনিক সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আবদুল কাদের আজও বেঁচে আছেন। তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গা (হলদিটারি) গ্রামে।

সরেজমিন এই ভাষাসৈনিকের বাড়ি গিয়ে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ পড়া আবদুল কাদেরের শরীরের অবস্থা ভালো নেই।

এ সময় ভাষাসৈনিক আবদুল কাদের অভিযোগ করে বলেন, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলেই জেলা প্রশাসন রুটিন মাফিক একটি আমন্ত্রণপত্র প্রেরণ করে ডেকে নিয়ে সংবর্ধনা দেন। কিন্তু বছরের বাকি ১১ মাস কেউ খোঁজ রাখেন না।

ভাষাসৈনিক আবদুল কাদের কালবেলাকে জানান, ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয় থেকে ভাষা আন্দোলন ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বাড়িতে চলে যায়। তখন পুলিশের খাতায় পাকিস্তানবিরোধী হিসেবে চিহ্নিত হন ভাষা সংগ্রাম পরিষদের সদস্যরা।

আবদুল কাদের ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সেসময়ে ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন তিনি। লালমনিরহাটে গঠিত ভাষা সংগ্রাম পরিষদের সম্পাদক ছিলেন আবদুল কাদের। ২৩ ফেব্রুয়ারি হরতাল সমর্থনে তিনিসহ ভাষা সংগ্রাম পরিষদের কয়েকজন সদস্য লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য বিদ্যালয়ে চলে আসে।

পুলিশের গ্রেপ্তার এড়াতে কৌশলে ছাত্রনেতারা বিদ্যালয়ের জানালা দিয়ে পালিয়ে যান। পরে তারা চিহ্নিত হলে পুলিশ তাদের ধরে এনে থানায় আটকে রাখে। কিন্তু তারা তখন থানা হাজত থেকেই রাষ্ট্র ‘ভাষা বাংলা চাই’ স্লোগান দেওয়া শুরু করে। একপর্যায়ে তাদের তখন ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

১৯৫২ সালে ভাষা আন্দোলন সংগ্রামে সারা দেশের মতো সক্রিয় ভূমিকায় ছিল লালমনিরহাটের ছাত্রসমাজ ও রাজনৈতিক নেতারা। তারা ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাতৃভাষার দাবিতে আন্দোলন করেছেন। জেলায় জীবিত ও প্রয়াত নারী-পুরুষ মিলে ১২ জন ভাষাসৈনিক ছিলেন। এদের মধ্যে ১১ জন প্রয়াত হয়েছেন। তারা হলেন- আশরাফ আলী, ড. শাফিয়া খাতুন, মনিরুজ্জামান, আবদুল বুদ্দুছ, কমরেড শামসুল হক, মহেন্দ্র নাথ রায়, আবিদ আলী, জরিনা বেগম, জাহানারা বেগম (দুলু), কমরেড সিরাজুল ইসলাম ও জহির উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেতে পারবেন যে কেউ / জমি না থাকলে উগান্ডায় গিয়ে চাষাবাদ করা যাবে

চট্টগ্রামে আ.লীগের মশাল মিছিল, গ্রেপ্তার ৭

ব্রাজিল জাতীয় দলে খেলছেন বাংলাদেশের দুজন!

ভারতে ইলিশ পাঠাবে ৩৭ প্রতিষ্ঠান

মন্ত্রী-এমপিদের প্লট দিতে বন কেটেছে রাজউক : রিজওয়ানা

পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী / টিম গ্রুপ এবং ইন্ডিটেক্সের শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন

রাষ্ট্র কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না : প্রধান উপদেষ্টা

‘এক মিনিটের বাঁশিতেই’ বদলে যায় পুরো বাজারের চিত্র!

চাকসু নির্বাচনে অংশ নেবে না বাগছাস

নবীজির প্রিয় মাছ কী ছিল? জেনে নিন

১০

ঋণের চাপে জামাল কসাইয়ের কাণ্ড

১১

দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

১২

নদীর পানি বাড়ছে, বন্যা নিয়ে নতুন সতর্কবার্তা

১৩

নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় ৮ জনের স্বীকারোক্তি

১৪

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ

১৫

দাহ করার আগ মুহূর্তে জেগে উঠলেন নারী

১৬

২১ নাকি ২২ ক্যারেট সোনা ভালো? আসল-নকল চিনবেন যেভাবে

১৭

চবি শিক্ষার্থী খুন, বাবা ও সৎ মা গ্রেপ্তার

১৮

চাকসুর প্রীতিলতা হলে ছাত্রী সংস্থার প্যানেল ঘোষণা

১৯

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তিসহ দুজন গ্রেপ্তার

২০
X