পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রচার ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে এ সংবাদ সম্মেলন করে পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি।

পাটগ্রাম বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে তিনি দাবি করেন, থানায় হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় জেলা বিএনপির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে ওই ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া স্ট্যাটাস ‘অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন হাসান রাজীব প্রধান।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম পাটোয়ারী সাজু, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রধান প্রমুখ।

অপরদিকে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে পাটগ্রাম থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) হামিদুর রহমান প্রধান বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অগণিত অজ্ঞাত আসামির উল্লেখ করে এ মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, হত্যার উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি সম্পদের ক্ষতি ও চুরি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। এদিন রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের সহযোগিতায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তিনজন ও ২৭ জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

আসামিরা হলেন- বাউরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পাটগ্রাম ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, পাটগ্রাম পৌর ধরলা মোড় এলাকার স্থানীয় বাজারের নৈশপ্রহরী আবুল কালাম এবং ২৭ জনের উল্লেখ করা নামের মধ্যে পাটগ্রামের ভেতর বাজারের রেস্তোরাঁর কর্মচারী আব্দুর রশিদ। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ।

এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশ সুপার তরিকুল ইসলাম ও পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমানের বক্তব্য নেওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

এবার আহানের বিপরীতে শর্বরী

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

বিকেলে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

নতুন ২ টিভির লাইসেন্স পেলেন যারা

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে যা বললেন তারেক রহমান

১০

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন তারেক রহমান

১১

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১২

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

১৩

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

১৪

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

১৫

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

১৬

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

১৭

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

১৮

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

১৯

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

২০
X