লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারবিহীন এক তরফা নির্বাচন দেশের জনগণ মানবে না : নাহিদ ইসলাম

লালমনিরহাটে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
লালমনিরহাটে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারবিহীন এক তরফা নির্বাচন দেশের জনগণ মানবে না। সেই নির্বাচনে এনসিপি অংশ নেবে না। জুলাই আন্দোলন ভয় ভেঙে দিয়ে আমাদের নির্ভয়ে কথা বলতে ও কীভাবে দাবি আদায় করতে হয় তা শিখিয়েছে।

বুধবার (০২ জুলাই) বিকেলে লালমনিরহাটের মিশন মোড় চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। শুধু সরকার পরির্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি। একদলের পরিবর্তে আরেক দলের ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য রাজপথে ছাত্র-জনতা রক্ত দেয়নি।’

এর আগে লালমনিরহাটের ঐতিহাসিক এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী ‌‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে পথসভা ও সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে কিন্তু গত এক বছরে আমরা কী পেলাম! এখন আমরা সেই হিসাব মেলাব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচার এখনো হয়নি। যারা ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে তাদের বিচার হয়নি। ফ্যাসিস্টের আমলে যেসব ব্যবসায়ী আমলারা অবৈধভাবে অর্থের পাহাড় গড়েছে তাদের বিচার হয়নি। এখনো ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারতে বসে ষড়যন্ত্র করছে। তাকে দেশে ফিরিয়ে এনে খুনের বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘পানির জন্য তিস্তার কৃষকরা ফসল ফলাতে পারে না। ভারত তিস্তার পানি ন্যায্য হিস্যা দেয় না। প্রতিবেশী দেশটি এক তরফা পানি প্রত্যাহার করে তিস্তাকে বানিয়েছে মরুভূমি। দেশের সীমান্তের মানুর অরক্ষিত। আমরা তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করব। আমরা সীমান্তের মানুষদের সুরক্ষা নিশ্চিত করব। আমরা নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘গত ৫০ বছরে উত্তরবঙ্গের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে। শুধু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু লালমনিরহাটসহ উত্তরের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আমার এই বৈষম্য দূর করতে চাই। আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। এনসিপি সেই লক্ষেই কাজ করবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার ও সহকারি মূখ্য সংগঠক রাসেল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে এনসিপি নেতারা কুড়িগ্রাম জেলায় পথসভা ও সমাবেশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে না এলে জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

২ লাখ টাকায় খুন করানো হয় প্রবাসী স্ত্রীকে, দাবি পুলিশের

এআইয়ের কারণে মাইক্রোসফট থেকে বাদ পড়ছে ৯ হাজার কর্মী 

০৩ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

সাড়ে ৩ কোটি টাকার হিসাব নেই কুবিতে

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

০৩ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১০

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার 

১১

‘আমার লক্ষ্য কেবল নির্বাচন নয়, জনগণের অধিকার নিশ্চিত করা’

১২

চাঁদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৩

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

১৪

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

১৫

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ 

১৬

ইরানের পাঁচশ মিসাইলের মধ্যে ২০০টি ঠেকিয়ে ইসরায়েলের খরচ গেল কত?

১৭

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

১৮

জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেয়া হবে : মুরাদ

১৯

সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

২০
X