ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষা চলাকালীন মোটরসাইকেল শোডাউন

পরীক্ষাকেন্দ্রের সামনে শোডাউন। ছবি : কালবেলা
পরীক্ষাকেন্দ্রের সামনে শোডাউন। ছবি : কালবেলা

জয়পুরহাটের ক্ষেতলালে এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সামনে দিয়ে মোটরসাইকেল শোডাউন করেছে ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়া সরদার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময় ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

শোডাউনে প্রায় দেড় হাজার মোটরসাইকেল এবং দুই শতাধিক অটোরিকশা ছিল বলে জানা গেছে। এ সময় শত শত মোটরসাইকেল থেকে তীব্র সাইরেন, হর্ন ও মাইক বাজানো হয়। যার ফলে ওই কেন্দ্রের পরীক্ষার পরিবেশ নষ্ট হয়ে যায়। এ সময় কেন্দ্রের সামনের পুরো রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

পরীক্ষা চলাকালীন সময় এমন অপ্রীতিকর ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী, কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা ও বাইরে অবস্থানরত অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী বলেন, আমরা পরীক্ষা দেওয়ার সময় বাইরে প্রচণ্ড সাইরেন ও হর্নের শব্দ হচ্ছিল। যার ফলে আমরা মনোযোগ হারিয়ে ফেলি। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।

কেন্দ্রের বাইরে অবস্থানরত কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষা চলাকালীন আমরা কেন্দ্রের বাইরে অবস্থান করছিলাম। এমন সময় রাস্তায় দেখি এক চেয়ারম্যান প্রার্থী হাজার হাজার মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে তীব্র সাইরেন, মাইক ও হর্ন বাজিয়ে আসছেন। পরীক্ষা চলাকালীন সময় এমন কাণ্ড যারা করে তারা চেয়ারম্যান হয়ে কী উপকার করবে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের হল সুপার (ভোকেশনাল) ও জিএম কিবরিয়া বলেন, পরীক্ষা চলাকালীন বাইরে তীব্র সাইরেন ও মাইকের শব্দ শুনেছি। শুনলাম কোনো এক নেতা শোডাউন দিচ্ছে। এতে পরীক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলে। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা চাইলে পরীক্ষার পর শোডাউনটি দিতে পারত। এটা যারা করেছে তারা অন্যায় করেছে।

চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি দুলাল মিয়া সরদার মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় সব সাইরেন বন্ধ করা হয়েছিল। কোনো শব্দ হয়নি।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শোডাউনের বিষয়ে আমাদের থেকে তিনি কোনো অনুমতি নেননি। এজন্য পূর্ব থেকে এ বিষয়ে আমরা অবগত ছিলাম না।

উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান বলেন, আমি বিষয়টি জানি না, আপনার থেকেই শুনলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১০

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১১

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১২

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৩

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৪

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৫

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৬

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১৭

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১৮

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১৯

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

২০
X