ঠাকুরগাঁওয়ে পরিবেশ সুরক্ষায় ময়লার ভাগাড়কে ফুলের বাগানে রূপ দিচ্ছে বাংলাদেশ ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যে এলাকা দিয়ে মানুষ নাকে হাত দিয়ে চলাচল করত, এখন সেখান থেকে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। ময়লার ভাগাড় ছড়াচ্ছে ফুলের সৌরভ।
সম্প্রতি এমন উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ঠাকুরগাঁও পৌরসভা। পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে অনেকে। বাংলাদেশ ক্লিন সংক্ষেপে বিডি নামের সংগঠনটি পলিথিনসহ সব ধরনের বর্জ্য অপসারণ করে ফুলের বাগান তৈরি করছে।
ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি সড়কের সত্যপীর ব্রিজ এলাকায় ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগান করা হয়েছে।
বিডি ক্লিনের কর্মীরা জানান, মহান বিজয় দিবসকে সামনে রেখে ৬৪ জেলায় এ কর্মী হাতে নেওয়া হয়েছে।
ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলগাছ রোপণের মাধ্যমে বাগান তৈরি কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম।
উত্তর জনপদের ছোট্ট এই শহরকে পরিচ্ছন্ন শহরে পরিণত করতে স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, সংগঠনটির উদ্যমী কর্মীরা পরিচ্ছন্ন শহর গড়তে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে। তাদের দেখে মানুষ আরও সচেতন হবে, এটাই প্রত্যাশা করি।
সংগঠনটির ঠাকুরগাঁও সমন্বয়ক আরিফুজ্জামান বলেন, মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে দেশের ৬৪ জেলায় তিনদিনব্যাপী এ কর্মসূচি নেওয়া হয়েছে। তা ছাড়া দেশের প্রতিটি শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
মন্তব্য করুন