নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার কোতোয়ালেরবাগ হকবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. খাজা সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা থানা পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ ছাড়া নিহতের নাম পরিচয় শনাক্ত করতে রেলওয়ে পুলিশ চেষ্টা করছে। কীভাবে মারা গেল তা জানতেও তদন্ত চলছে।
মন্তব্য করুন