সিলেটকে স্মার্ট এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার- এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন নগরী। এই নগরীর পর্যটনখাতে বেসরকারি বিনিয়োগ জরুরি। সিলেটের প্রবাসীরা এখাতে বিনিয়োগে এগিয়ে এলে তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
সিলেট সিট করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার আয়োজন করে দেশ ফাউন্ডেশন। অনুষ্ঠানের মূল প্রস্তাবনা উপস্থাপন করেন দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান।
‘ট্যুরিজম ফর বিল্ড বেটার বাংলাদেশ অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফর এন আ বিজ’ এই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন টুরিজম বিশেষজ্ঞ খবির উদ্দিন খান।
সংস্কৃতিকর্মী সন্দিপন শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফারুক খান আরও বলেন, সরকার সারা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। তবে সিলেট যেহেতু একটি পর্যটন নগরী, সেহেতু এখানকার পর্যটন খাতকে বিকশিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
আরও বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ডেপুটি লেফটেন্যান্ট অব গ্রেটার ম্যানচেস্টার অ্যান্ড পাবলিক সেক্টর কনসালটেন্ট মো. মোজাহিদ খান, দেশ ফাউন্ডেশনের ম্যানজিং ডিরেক্টর রঞ্জু মিয়া।
সেমিনারে প্রবাসীদের পক্ষ থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর লোকেশন ম্যাপ সংবলিত একটি অ্যাপস, পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রের নিশ্চয়তা, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরি, ইকো ট্যুরিজমকে উৎসাহিত করার দাবিসহ ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়।
মন্তব্য করুন