কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

৮ বছরেই আটকে আছেন ৩২ বছরের ছমির

শিশুদের সঙ্গে খেলছেন ছমির উদ্দিন। ছবি : কালবেলা
শিশুদের সঙ্গে খেলছেন ছমির উদ্দিন। ছবি : কালবেলা

বয়স ৩২ বছর হলেও এখনো দেখতে ৮ বছরের শিশুর মতোই রয়ে গেছে কুড়িগ্রামের ছমির উদ্দিন। তার উচ্চতা প্রায় ৪০ ইঞ্চি। শুধু তাই নয় শিশু সুলভ আচরণ নিয়ে সারা দিন খেলাধুলাও করছেন গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে।

বর্তমানে তার দরিদ্র বাবা-মা দেখাশোনা করলেও ছমির উদ্দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা। এদিকে জন্মগত ত্রুটির কারণে এমন রোগে আক্রান্ত এসব সন্তান উন্নত চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনার কথা জানান চিকিৎসক।

সরেজমিনে দেখা গেছে, বাড়ির বাইরে খেলাধুলায় মত্ত থাকা শিশুদের দেখে বোঝার উপায় নেই সেখানে রয়েছেন ৩২ বছর বয়সী আছর উদ্দিন ওরফে ছমির। এক মনেই খেলাধুলা করছেন শিশুদের সঙ্গে। আবার কখনো বাবার হাত ধরে যাচ্ছেন বাজার বা অন্য কোথাও।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের চেয়ারম্যান পাড়ার মো. আজিম উদ্দিন ও আছিয়া বেগম দম্পতির ছেলে আছর উদ্দিন ওরফে ছমির। সে এখনো শিশুর মতো জীবনযাপন করলেও তার ছোট ভাই বিয়ে করে জন্ম দিয়েছেন সন্তান।

ছমির উদ্দিনের বাবা-মা জানান, জন্মের পর থেকেই সে অস্বাভাবিক। বয়স হলেও শিশুর মতোই লালন-পালন করছেন তাকে। ছেলেকে সুস্থ করতে চিকিৎসকও দেখিয়েছেন তারা। তারপরও শরীরে নানা সমস্যা নিয়ে শিশুই থেকে গেছেন ছমির উদ্দিন।

ছমিরের মা আছিয়া বেগম বলেন, যখন আমার ছেলের ২ বছর বয়স হয় তখন জানতে পারি আমার ছেলের শারীরিক সমস্যা আছে। পরে তাকে স্বাভাবিক করে তুলতে অনেক ডাক্তার-কবিরাজকে দেখানো হয়েছে। ডাক্তার আমাকে বলছে আপনার ছেলে স্বাভাবিক হবে না। তারপরেও তাকে মাঝে মাঝে ডাক্তার দেখানো হয়েছে। এখন তো তার বয়স অনেক হয়েছে। কিন্তু স্বাভাবিক হয়নি।

তিনি আরও বলেন, ছমির যেদিন কান্না শুরু করে, কান্না থামে না। যখন রেগে যায় তখন বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। তাকে বাড়িতে রেখে কোথাও যেতে পারি না। তার সঙ্গে সব সময় একজন থাকতে হয়। সংসারে খুব কষ্ট আমাদের। মাঝে মাঝে চিন্তা করি, আমি মারা গেলে আমার ছেলেটাকে কে দেখবে।

প্রতিবেশী আকবর আলী নামের একজন বলেন, আছর উদ্দিন ছমিরকে ছোটবেলা থেকেই প্রতিবন্ধীর মতো দেখছি। সব সময় ছোট বাচ্চাদের সঙ্গেই খেলাধুলা করে। ১৯৯২ সালে তার জন্ম। এখন তার বয়স ৩২ বছর হলেও ছোটদের সঙ্গেই মেশে সব সময়। ছমিরের বয়সী ছেলেরা বিয়ে করে সন্তানের বাবা হয়েছে। আর ছমির এখনো শিশুর মতোই রয়ে গেছে।

এ বিষয়ে কুড়িগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বলেন, মায়ের গর্ভাবস্থায় ত্রুটিজনিত কারণে এমন খর্বাকৃতির সন্তানের জন্ম হয়। এজন্য সন্তান গর্ভে থাকার সময় নিয়মিত চেকআপ আয়োডিন ও পুষ্টির চাহিদা মেটানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার মাধ্যমে ছমির উদ্দিনকে কিছুটা হলেও সুস্থ করে তোলা সম্ভব বলে আমি মনে করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

সুপার সিক্সে বাংলাদেশ

রাজধানীর মিরপুরে বিজিবি মোতায়েন

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, এটি কীসের লক্ষণ?

এসএমইদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন কার্ড চালু করল ব্র্যাক ব্যাংক

দেশীয় সুতার কারখানা বন্ধ হলে আমদানি নির্ভর হয়ে পড়বে পোশাক খাত : বিটিএমএ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি

এটি শুধু একটি শিরোনাম নয়; সময়ের দাবি

১০

ফুসফুস ক্যানসারের এই ৫ উপসর্গ সাধারণ অসুখ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো?

১১

এনআইডি সংশোধন কবে থেকে চালু, জানাল ইসি

১২

টানা ৩ দফা বৃদ্ধির পর দাম কমলো স্বর্ণের

১৩

জঙ্গল সলিমপুরে র‍্যাব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

১৪

২০ কোটি মানুষের দেশকে এভাবে উপেক্ষা করা হতাশাজনক : আমিনুল ইসলাম

১৫

ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

১৬

নির্বাচনী প্রচারের প্রথম দিনেই প্রার্থীর গাড়িতে হামলা

১৭

আইসিসি আমাদের সাথে সুবিচার করেনি : আসিফ নজরুল

১৮

রিট খারিজ / কুমিল্লা-১০ আসনে নির্বাচন করতে পারবেন না গফুর ভূঁইয়া

১৯

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

২০
X