বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায়’ লিখে গৃহবধূর আত্মহত্যা

ফাঁস দিয়ে আত্মহত্যা। গ্রাফিক্স : কালবেলা
ফাঁস দিয়ে আত্মহত্যা। গ্রাফিক্স : কালবেলা

বরিশাল নগরীতে বিয়ের দেড় মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের মতাসার এলাকার ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাদিয়া আক্তার (২৩) ওই এলাকার মাহবুব আলম বেপারীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি বরিশাল সদর উপজেলার রায়পাশা-করাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাঞ্চন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সাদিয়ার। বিয়েতে মেয়েকে স্বর্ণালংকার ও জামাইকে ফ্রিজ, গলার চেইন ও আংটি দেওয়া হয়। এতে ৮ লাখ টাকা খরচ হয়।

এরপরই যৌতুকের দাবিতে সাদিকে নির্যাতন শুরু করে রুবেল ও তার মা। এমনকি প্রতি রাতে সাদিয়াকে মারধর করত রুবেল। সম্প্রতি রুবেল বিদেশ যাওয়ার কথা বলে সাদিয়ার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। টাকা দিতে পারবে না বলে জানালে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় রুবেল।

নির্যাতন সইতে না পেরে গত রোববার বাবার বাড়িতে চলে আসে সাদিয়া। মঙ্গলবার বিকেলে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা আটকে গলায় ফাঁস দেয় সাদিয়া। পরিবারের লোকজন টের পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

এ সময় তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে সাদিয়া লেখেন, ‘আমি কী দোষ করেছিলাম, এমন একজন মানুষের জন্য নিজের জীবনটাই শেষ করে দিলাম। প্রত্যেক রাতে ডিভোর্স দেওয়ার জন্য জ্বালায়। আমাকে বিয়ে দিয়েছিলে কেন। আমি তোমাদের কাছে বোঝা? টাকা চাইলে তো মন পাওয়া যায় না। টাকা দিয়ে কী ভালোবাসা পাওয়া যায়। আমি তোমাদের কষ্ট দিতে চাই না বাবা-মা, আমি একটু সুখ চাই।’

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, দুদিন আগে সাদিয়ার বাবাকে খবর দিয়ে নেওয়া হয় রুবেলের বাড়িতে। এরপর মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এমনকি ওই বাড়িতে আবার আসতে হলে তিন লাখ টাকা দাবি করেন রুবেল। এ কারণে ক্ষোভে সাদিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা যায়। তার লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কোস্টারিকা-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ আটক ২১

হার্টবিট শোনা কি চিন্তার কারণ

বিএনপিতে যোগ দিলেন জামায়াত ও জাপার ৩ শতাধিক নেতাকর্মী

শিক্ষা সংস্কারে সিদ্ধান্ত গ্রহণে তরুণদের যুক্ত করার আহ্বান ইউনেস্কো প্রধানের

নতুন জাতিসংঘ বানাচ্ছেন ট্রাম্প : ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্র্যাক ব্যাংকে চাকরি, থাকছে না বয়সসীমা 

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১০

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

১১

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

১২

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

১৩

প্রতীক পাওয়ার ২ দিন পর মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

১৪

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৫

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

১৬

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

১৭

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৮

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

১৯

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

২০
X