সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:২১ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কর্মস্থলে না পেয়ে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বরখাস্ত

সিলেটে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি : কালবেলা
সিলেটে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। ছবি : কালবেলা

কর্মস্থলে না থাকায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এ নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দুই দিনের সফরে সিলেট যান। সিলেট ওসমানী বিমানবন্দর থেকেই তিনি সরাসরি চলে যান সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে। সেখানে গিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে তার অফিসে না পেয়ে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটা ভালো না। জনবল সংকট। ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেখানের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ বলেন, আমি অফিসিয়াল কাজেই বাইরে ছিলাম। স্যার (স্বাস্থ্যমন্ত্রী) আসার খবরে আমি তড়িঘড়ি করে অফিসে ছুটে আসি। কিন্তু আমি আসার আগেই স্যার এসে পড়েছিলেন। তাই আমাকে অফিসে না পেয়ে এমন নির্দেশ দিয়েছেন। তবে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে।

জৈন্তাপুর থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে তিনি বলেন, প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে মেডিকেল কলেজগুলোতে ভিড় হবে না। মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা না, শিক্ষা নেওয়ার জায়গা। এখানে গবেষণা করতে হবে, আমাদের সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।

এদিন সকালে তিনি সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি দক্ষিণ সুরমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

নাফ নদী বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১০

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১১

ভিন্ন রূপে হানিয়া

১২

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৩

নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

১৪

৩০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

১৬

চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল

১৭

জ্ঞান ফিরেছে নুরের

১৮

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৯

টাক মাথায় চুল গজাবে পেয়ারা পাতায়

২০
X