নরসিংদীতে হারুনুর রশীদ নামে এক শিক্ষককে বেধড়ক মারদর করেছে দুর্বৃত্তরা। আহত শিক্ষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৬ মার্চ) দুপুরে শিবপুর উপজেলার এএসপি সার্কেল অফিস সংলগ্ন ওয়ারিশ মার্কেটে ঘটনাটি ঘটে।
জানা গেছে, শিবপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হারুনুর রশীদ হারুন তার কর্মস্থল থেকে নিজ বাড়ি যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার পথ রোধ করে। কোনো কিছু বোঝার আগেই তারা তার ওপর হামলা চালিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে চলে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এবং স্কুলের শিক্ষার্থীরা গিয়ে উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত শিক্ষক বলেন, তার ওপর হামলা করার সময় দুর্বৃত্তরা উচ্চস্বরে বলতে থাকে, ‘আমরা এক লাখ টাকা পেয়েছি তোকে মারার জন্য। তুই আমাদের বিশ হাজার টাকা দে আমরা চলে যাই।’
শিবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পরিবারের লোকজনকে অভিযোগ নিয়ে থানায় আসতে বলেছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন