হবিগঞ্জে গ্রাম্য মেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের বুধবার (৬ মার্চ) রাতে স্থানীয় একটি ওরস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গ্রাম্যমেলা বসে। মেলায় দোলনা ছড়ানোয় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে একই গ্রামের ওয়াহিদুজ্জামান ও রফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে ঝড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই সোবহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন নারী-পুরুষসহ আরও ২৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি জানান, এ ঘটনার পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে সংঘর্ষের পর একটি পক্ষ পুলিশের গ্রেপ্তার এড়াতে বাড়ি থেকে পালিয়ে গেছে।
হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবেদ রেজা জানান, সোবহান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
মন্তব্য করুন