চার দিনের সফরে ঢাকায় এসে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বুধবার (১২ জুলাই) সকাল ৯টায় কক্সবাজার বিমানবন্দর পৌঁছায় প্রতিনিধি দলটি। পরে ক্যাম্পের উদ্দেশে রওনা দেন তারা।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন তারা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে রোহিঙ্গারা জানিয়েছেন, তারা মিয়ানমারের নাগরিক অধিকার, নিরাপত্তা নিয়ে নিজেদের ভিটেমাটিতে ফিরে যেতে চান। তারা এখন বাংলাদেশের বোঝা। যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে যেতে এবং মিয়ানমারে তাদের ওপর করা গণহত্যার বিচার চান।
এ সময় উজরা জেয়া রোহিঙ্গাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের ধৈর্য ধরার অনুরোধ জানান।
রোহিঙ্গাদের তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে অবশ্যই মিয়ানমার সেনাবাহিনীর বিচার হবে। রোহিঙ্গারা যাতে নিজ দেশে সম্মানের সঙ্গে নিরাপত্তা ও অধিকার নিয়ে ফিরতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে আসছে।
মতবিনিময়কালে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম, তাদের স্বাস্থ্য সুরক্ষা, স্বদেশে প্রত্যাবাসন ও ক্যাম্পে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন। মতবিনিময়ে ১২ রোহিঙ্গা পুরুষ ও ১০ নারী উপস্থিত ছিলেন।
এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষ থেকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মাস্টার জুবায়ের একটি অনুরোধপত্র দেন সেক্রেটারি উজরা জেয়াকে। পরে মার্কিন প্রতিনিধি দলটি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও ইউএনএফপিএ পরিচালিত নারী ও মেয়েদের নিরাপদ কেন্দ্র পরিদর্শন করেন।
মন্তব্য করুন