মিয়ানমার সীমান্তে গ্রেনেড বিস্ফোরণে আহত আনোয়ার সালাম মোবারক (৩৫) মারা গেছেন। দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৮ মার্চ) সকালে তিনি মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোবারক কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে বাধা দিতে গিয়ে অনুপ্রবেশকারীদের ছোড়া গ্রেনেডে তিনি আহত হয়েছিলেন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ৭ ফেব্রুয়ারি মোবারক সীমান্তবর্তী জমিতে কাজ করছিলেন। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক যুবককে দেখে আটকানোর চেষ্টা করেন মোবারক। তখন ওই যুবক হাতে থাকা একটি গ্রেনেড ছুড়ে মারেন। এতে মোবারক গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত মোবারককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে আবারও আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মরিয়ম বলেন, তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করেই সংসার চালাতেন মোবারক। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি।
শ্বশুর জাগির হোছেন বলেন, গ্রেনেড হামলায় মোবারকের মাথা, পা ও পেট আঘাতপ্রাপ্ত হয়েছিল। এক মাস চিকিৎসার পরও বাঁচানো গেল না তাকে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, মৃত্যুর ঘটনাটি আমরা শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন